চুয়েটে অন্যরকম এক দিন by কবির পারভেজ নয়ন,
ওরা সবাই প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর। সেই স্বপ্ন সত্যি করতেই তারা এসেছে এখানে। এ জন্য এদের অনেকেই পাড়ি দিয়েছেন শত শত মাইল পথ। ভাবী প্রকৌশলীদের পদচারণায় গত ১৯ নভেম্বর অন্যরকম এক দিন ছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)।প্রকৌশলী হওয়ার সোনালি স্বপ্ন নিয়ে চার সহস্রাধিক শিক্ষার্থী ভিড় জমিয়েছিল নগর থেকে ২৫ কিলোমিটার দূরে পাহাড়ঘেরা নয়নাভিরাম চুয়েট ক্যাম্পাসে।
এ উপলক্ষে আবাসিক হলে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের কেন্টিন, গোলচত্বরসহ সবখানে ছিল তাদের সরব উপস্থিতি।
দূর থেকে আসা পরীক্ষার্থীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের পরিচিত শিক্ষার্থীদের কল্যাণে আগেভাগেই উঠে গিয়েছিল চুয়েটের হলে। যাদের পরিচিত কেউ ছিল না হতাশ হতে হয়নি তাদেরও। কেননা আগ-পিছ না ভেবে তাদের জন্যও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে চুয়েটের বিভিন্ন ছাত্র সংগঠন ও জেলা সমিতিগুলো খুলেছিল বুথ। বিভিন্ন স্থান থেকে আসা পরীক্ষার্থীদের আসন বিন্যাসসহ বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে এসব বুথ থেকে। পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের বসার ও খাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল এসব বুথে।
খুলনা থেকে আসা রেজা নামে এক পরীক্ষার্থী সমকালকে বলেন, 'আমি এবারই প্রথম চট্টগ্রাম এসেছি। পরীক্ষার প্রস্তুতি নিতে আগেভাগেই বিশ্ববিদ্যালয়ে থাকা আমার এক পরিচিত ভাইয়ের রুমে উঠি। পাহাড় ঘেরা চুয়েট ক্যাম্পাস আমাকে দারুণভাগে মুগ্ধ করেছে। একই সঙ্গে মুগ্ধ করেছে বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের সহযোগিতা।'
প্রশ্নপত্র হাতে নিয়ে হল থেকে বেরা হওয়া পরীক্ষার্থী সাদ্দাম হোসেন বলেন, 'গণিত অংশ ছাড়া বাকি তিনটি অংশের উত্তর ভালোভাবে দিয়েছি। আশা করি সুন্দর এ বিশ্ববিদ্যালয়ের আমি ভর্তি হতে পারব।'
সরোয়ার হাসান নামে এক অভিভাবক বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে। আর মুহূর্তেই দীর্ঘ পথের ক্লান্তি দূর করে দিয়েছে পাহাড় ঘেরা নয়নাভিরাম ক্যাম্পাস।'
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার দুটি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত 'ক' ও 'খ' গ্রুপের জন্য এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এরপর একই দিন দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কেবল খ গ্রুপের অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
No comments