লস অ্যাঞ্জেলেসে 'অকুপাই' আন্দোলন-বিক্ষোভকারীদের দুই দিনের মধ্যে পার্ক ছাড়ার নির্দেশ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সিটি হলের সামনের পার্ক থেকে পুঁজিবাদবিরোধী অকুপাই আন্দোলনকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। পার্ক খালি করতে তাদের আগামীকাল সোমবার মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।৫৬ দিন ধরে অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৭০০ থেকে ৮০০ বিক্ষোভকারী ওই পার্কে অবস্থান করছে। শহরের মেয়র ও পুলিশপ্রধান জানান, জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপত্তা উদ্বেগ দূর করতেই পার্কটি খালি করা
প্রয়োজন। তবে বিক্ষোভকারীরা পার্ক না ছাড়ার ঘোষণা দিয়েছে।শহরের মেয়র অ্যান্টোনিও ভিলারাইগোসা গত শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা অকুপাই লস অ্যাঞ্জেলেস আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি জিনিসপত্র গুছিয়ে পার্ক ছাড়ার আহ্বান জানাচ্ছি।' এ সময় শহরের পুলিশপ্রধান কারলি ব্যাকও উপস্থিত ছিলেন। ভিলারাইগোসা বলেন, 'এবার পার্ক বন্ধ করে পরিষ্কার ও সংস্কার করার সময় হয়েছে, যাতে পার্কে সাধারণ মানুষ ঢুকতে পারে। বিক্ষোভকারীদের অবশ্যই ২৮ নভেম্বর রাত ১২টা এক মিনিটের মধ্যে পার্ক ছাড়তে হবে।'
গত ১ অক্টোবর এ পার্কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। বর্তমানে সেখানে ৪৮৫টি তাঁবু রয়েছে। এ আন্দোলনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অন্য শহরগুলোর তুলনায় লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ বেশ নমনীয় ভূমিকা গ্রহণ করে। একসময় বিক্ষোভকারীদের বৃষ্টি থেকে বাঁচাতে পানিরোধী পোশাকও সরবরাহ করেন মেয়র। তবে এবার তিনি জানিয়েছেন, পার্ক খালি করার সময়সীমা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। ব্যাক বলেন, 'ওই তাঁবুগুলো সরিয়ে পার্ক পরিষ্কার করতে মাত্র কয়েক ঘণ্টা সময় লাগবে।' তবে বিক্ষোভকারীদের সরাতে ওকল্যান্ড শহরের মতো শক্তি প্রয়োগ করা হবে না বলে নিশ্চয়তা দেন মেয়র। এ মাসের শুরুর দিকে পুলিশ জোর করে ওকল্যান্ডের অকুপাই আন্দোলনকারীদের সরিয়ে দেয়। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন আহত হয়।
তবে পার্ক না ছাড়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। শুক্রবার এক বিবৃতিতে তারা এ কথা জানায়।
গত সেপ্টেম্বরে মূলত নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে করপোরেটবিরোধী আন্দোলন শুরু হয়। খুব দ্রুত এ আন্দোলন ওয়াশিংটন, ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। সূত্র : এএফপি, গার্ডিয়ান, লস অ্যাঞ্জেলেস টাইমস।
গত ১ অক্টোবর এ পার্কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। বর্তমানে সেখানে ৪৮৫টি তাঁবু রয়েছে। এ আন্দোলনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অন্য শহরগুলোর তুলনায় লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ বেশ নমনীয় ভূমিকা গ্রহণ করে। একসময় বিক্ষোভকারীদের বৃষ্টি থেকে বাঁচাতে পানিরোধী পোশাকও সরবরাহ করেন মেয়র। তবে এবার তিনি জানিয়েছেন, পার্ক খালি করার সময়সীমা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। ব্যাক বলেন, 'ওই তাঁবুগুলো সরিয়ে পার্ক পরিষ্কার করতে মাত্র কয়েক ঘণ্টা সময় লাগবে।' তবে বিক্ষোভকারীদের সরাতে ওকল্যান্ড শহরের মতো শক্তি প্রয়োগ করা হবে না বলে নিশ্চয়তা দেন মেয়র। এ মাসের শুরুর দিকে পুলিশ জোর করে ওকল্যান্ডের অকুপাই আন্দোলনকারীদের সরিয়ে দেয়। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন আহত হয়।
তবে পার্ক না ছাড়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। শুক্রবার এক বিবৃতিতে তারা এ কথা জানায়।
গত সেপ্টেম্বরে মূলত নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে করপোরেটবিরোধী আন্দোলন শুরু হয়। খুব দ্রুত এ আন্দোলন ওয়াশিংটন, ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। সূত্র : এএফপি, গার্ডিয়ান, লস অ্যাঞ্জেলেস টাইমস।
No comments