নির্বাচনে সরগরম সিজেকেএস by রুবেল খান

দীর্ঘ চার বছর পর আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম এখন স্টেডিয়ামপাড়া তথা নগরীর ক্রীড়াঙ্গন। ইতিমধ্যে নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।এবারের নির্বাচনে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্যানেল হয়নি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে দু'জন শক্তিশালী প্রার্থী থাকায় এ


দু'জনকে কেন্দ্র করে দুটি গোপন প্যানেল গঠন হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নগর আওয়ামী লীগ নেতা ও পিসিএল ফাউন্ডেশনের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন এবং সিজেকেএসের বর্তমান সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার হাফিজুর রহমান। হেভিওয়েট এ দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
গত ২৩ ও ২৪ নভেম্বর ছিল নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহের দিন। প্রথম দিনই সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আ জ ম নাছির উদ্দিন। পরদিন একই পদে মনোনয়নপত্র নেন হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক পদে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করলেও সহ-সভাপতিসহ এ নির্বাচনের ২৪টি পদে সব মিলিয়ে ৫৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেন আগ্রহীরা। তবে কেউ কেউ একাধিক পদেও মনোনয়নপত্র নেন। গত শুক্র ও শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন। নির্ধারিত সময়েই সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ মনোনয়নপত্র বাছাই করা হবে। ২৯ ও ৩০ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
এবারের নির্বাচনে মোট ১৬০ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। চট্টগ্রাম জেলা প্রশাসক
পদাধিকারবলে সিজেকেএসের সভাপতি। তাই সিজেকেএস
নির্বাচনে সভাপতি পদে নির্বাচন হয় না। এ কারণে সাধারণ
সম্পাদকের পদের পর ভোটারদের আগ্রহের
কেন্দ্রবিন্দুতে থাকে সহ-সভাপতির পদ। সিজেকেএসের কমিটিতে তিনটি সহ-সভাপতির পদ রয়েছে। এ তিনটি পদের জন্য প্রার্থী হতে আগ্রহী ছয়জন। তাদের মধ্যে রয়েছেন সিজেকেএসের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক শাহেদ আজগর চৌধুরী, চিটাগাং ডিসট্র্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি সৈয়দ শাহাবুদ্দীন শামীম, মোঃ আমিন, বর্তমান সহ-সভাপতি ও চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মোজাম্মেল হোসেন এবং অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী। যুগ্ম সম্পাদক পদে নির্বাচন করতে আগ্রহী সাবেক ফুটবলার সরওয়ার হোসেন, ওয়াহিদ দুলাল, মসিহ সালাম, বর্তমান কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, শাহাজাদা আলম ও আমিনুল ইসলাম। এ ছাড়া সহ-সাধারণ
সম্পাদক,
কোষাধ্যক্ষ ও সদস্য পদে
অনেকেই
মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে মহিলা সদস্যের দুটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায়
রয়েছে তিনজন। তারা হলেন_ সাবেক জাতীয় অ্যাথলেট আজিজা চৌধুরী, সাবেক মহিলা দাবা চ্যাম্পিয়ন ইয়াসমিন বেগম ও ক্রীড়া সংগঠক অধ্যাপিকা হামিদা চৌধুরী। উপজেলা কোটায় দুটি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী চারজন। তারা হলেন_ হারুন আল রশিদ, প্রদীপ ভট্টাচার্য, কামাল উদ্দিন ও অহীদ সিরাজ চৌধুরী স্বপন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে সিজেকেএসকে একটি মডেল সংস্থা হিসেবে দাঁড় করাতে চান আ জ ম নাছির উদ্দিন। তিনি সমকালকে বলেন, 'যদি নির্বাচিত হই তাহলে সিজেকেএসকে দেশের একটি মডেল ক্রীড়া সংস্থা হিসেবে দাঁড় করাব। যদি লক্ষ্য স্থির থাকে, সঠিকভাবে পরিকল্পনা প্রণয়ন করা যায়, সততা, আন্তরিকতা ও উদ্যোগ থাকে তবে সিজেকেএসকে মডেল ক্রীড়া সংস্থা হিসেবে গঠন করা সময়ের ব্যাপার মাত্র।' সক্রিয় রাজনীতিবিদ হলেও স্টেডিয়াম তথা ক্রীড়াঙ্গনে কোনো রাজনীতি করবেন না উল্লেখ করে তিনি বলেন, 'সিজেকেএসে এর আগেও দস্তগীর চৌধুরীর মতো সক্রিয় রাজনীতিবিদ ছিলেন। কিন্তু দস্তগীর চৌধুরী ক্রীড়াঙ্গনে এসে রাজনীতি করেননি। তিনি আমাদের মাঝে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমিও এমন দৃষ্টান্ত স্থাপন করতে চাই।'
অন্যদিকে আবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে সারাদেশে সিজেকেএসের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন হাফিজুর রহমান। তিনি সমকালকে বলেন, 'গত চার বছরে সবচেয়ে বড় যে কাজটি করতে পেরেছি তা হলো_ সংস্থার ভাবমূর্তি উদ্ধার করা। এ সংস্থার যে ইমেজ সংকট ছিল তা ঘোচাতে সক্ষম হয়েছি। আবার নির্বাচিত হলে এ সংস্থার ভাবমূর্তি আরও উজ্জ্বল করব। বিগত সময়ের মতো বছরজুড়েই সংস্থার পক্ষ থেকে খেলাধুলার আয়োজন করব।' তিনি বলেন, 'গতবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে সিজেকেএসকে আর্থিকভাবে স্বাবলম্বী করেছি। এর চেয়ে বড় কথা, সংস্থায় আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছি, যা এনএসসির অডিট দলের প্রশংসা পেয়েছে।'

No comments

Powered by Blogger.