বিদ্যুতের দর বৃদ্ধিতে ইএবির উদ্বেগ
বিশ্ব বাজারে রফতানি খাতের নাজুক পরিস্থিতিতে আবারও বিদ্যুতের দর বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে রফতানিকারক ব্যবসায়ীদের সংগঠন ইএবি। গতকাল শনিবার সংগঠনের এক বিবৃতিতে প্রস্তাবিত ৩৩ শতাংশ হারে মূল্যবৃদ্ধিসহ লিটারপ্রতি ৫ টাকা হারে জ্বালানি তেলের মূল্য প্রত্যাহার অথবা 'আনুপাতিক' হারে রফতানিমুখী শিল্পের জন্য প্রণোদনা প্রদান দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে ইএবি সভাপতি সালাম মুর্শেদী বলেন, বিশ্ব বাজারে
বিশেষ করে ইউরোজোনে চরম ঋণ সংকট এবং উত্তর আমেরিকায় পুঁজিবাদের বিরুদ্ধে আন্দোলন এবং স্টক ক্র্যাশ পরিস্থিতির কারণে অর্থনৈতিক মন্দা পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় দফা মন্দা শুরু হয়েছে, ফলে বাংলাদেশের তৈরি পোশাকসহ সব রফতানি পণ্যের 'মূল বাজার' পশ্চিম ইউরোপ, নরডিক দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানিমুখী শিল্প ভয়ানক চ্যালেঞ্জের সম্মুখীন। রফতানি আদেশ ও রফতানি পণ্যের মূল্য আশঙ্কাজনকভাবে ইতিমধ্যে হ্রাস পেয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুতের মূল্য ৩৩ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে। ফলে উৎপাদন খরচ বেড়ে প্রতিযোগী দেশগুলোর তুলনায় দেশের রফতানিকারকদের সক্ষমতা হ্রাস পাবে। সালাম মুর্শেদী বলেন, ১ কোটি মানুষের কর্মসংস্থান এবং পরোক্ষভাবে ৪ কোটি ব্যক্তির নির্ভরতার এ খাত বৈদেশিক মুদ্রার প্রধান উৎস ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
No comments