পাকিস্তানে গুলি করে ১৩ শিয়াকে হত্যা
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় গতকাল মঙ্গলবার একটি বাসে বন্দুকধারীদের গুলিতে ১৩ জন নিহত হয়েছে। বাসটি শিয়া মুসলিমদের বহন করছিল। গোষ্ঠীগত কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে পুলিশের সন্দেহ।
স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হামিদ শাকিল জানান, বাসটি সংখ্যালঘু শিয়া মুসলিমদের নিয়ে যাচ্ছিল। কোয়েটার শহরতলিতে চারজন বন্দুকধারী দুটি মোটরসাইকেলে করে এসে বাসটি থামায়। এরপর যাত্রীদের লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। এতে ১৩ জন নিহত হয়। এর মধ্যে ১২ জন শিয়া ও একজন পশতুন রয়েছে। নিহতদের মধ্যে ১১ জন ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত অপর দুজন মারা যায় হাসপাতালে।
পুলিশ জানায়, বাসের যাত্রী শিয়ারা সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর লোক। হাজারা অধ্যুষিত হাজারগঞ্জি থেকে কোয়েটা যাচ্ছিল তারা। এ ঘটনায় টিভিতে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, বাসটিতে আগুন জ্বলছে। আশপাশে লেগে আছে রক্তের ছোপ। যাত্রীদের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে আছে।
ঘটনার পর হাজারা গোষ্ঠীর প্রায় ৪০০ জন স্থানীয় বোলান মেডিকেল কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করে। আহত যাত্রীদের ওই হাসপাতালে চিকিৎ সা দেওয়া হয়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর কোয়েটার দক্ষিণে মাসটাং এলাকায় বাস লক্ষ্য করে চালানো বন্দুকধারীদের গুলিতে ২৬ জন শিয়া নিহত হয়।
স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হামিদ শাকিল জানান, বাসটি সংখ্যালঘু শিয়া মুসলিমদের নিয়ে যাচ্ছিল। কোয়েটার শহরতলিতে চারজন বন্দুকধারী দুটি মোটরসাইকেলে করে এসে বাসটি থামায়। এরপর যাত্রীদের লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। এতে ১৩ জন নিহত হয়। এর মধ্যে ১২ জন শিয়া ও একজন পশতুন রয়েছে। নিহতদের মধ্যে ১১ জন ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত অপর দুজন মারা যায় হাসপাতালে।
পুলিশ জানায়, বাসের যাত্রী শিয়ারা সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর লোক। হাজারা অধ্যুষিত হাজারগঞ্জি থেকে কোয়েটা যাচ্ছিল তারা। এ ঘটনায় টিভিতে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, বাসটিতে আগুন জ্বলছে। আশপাশে লেগে আছে রক্তের ছোপ। যাত্রীদের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে আছে।
ঘটনার পর হাজারা গোষ্ঠীর প্রায় ৪০০ জন স্থানীয় বোলান মেডিকেল কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করে। আহত যাত্রীদের ওই হাসপাতালে চিকিৎ সা দেওয়া হয়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর কোয়েটার দক্ষিণে মাসটাং এলাকায় বাস লক্ষ্য করে চালানো বন্দুকধারীদের গুলিতে ২৬ জন শিয়া নিহত হয়।
No comments