নির্বাচনে নিজেকে ‘আন্ডারডগ’ ভাবছেন বারাক ওবামা
প্রেসিডেন্ট বারাক ওবামাকে এক মেয়াদের প্রেসিডেন্ট হিসেবেই দেখছেন বেশির ভাগ মার্কিন ভোটার। সম্প্রতি পরিচালিত এক জরিপের ফলাফলে এমনই চিত্র উঠে এসেছে।
এ অবস্থায় গত সোমবার ওবামা বলেছেন, ২০১২ সালের নির্বাচনে তিনি নিজেকে ‘আন্ডারডগ’ (দুর্বল প্রতিপক্ষ) হিসেবেই দেখছেন। পরবর্তী নির্বাচনে অস্বাভাবিক কিছু ঘটতে পারে কি না—এবিসি নিউজের এমন এক প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘নিজেকে ‘আন্ডারডগ’ ভাবতেই আমি অভ্যস্ত। কিন্তু দিনশেষে মানুষ নিশ্চয় জানতে চাইবে—কার ভেতরে লক্ষ্য আছে?’
ওবামা স্বীকার করেন, চার বছর আগে দেশের মানুষ যেমন ছিল, এখন তার থেকে ভালো নেই। বেকারত্বের হার অত্যধিক এবং তা ৯ শতাংশে পৌঁছেছে। অর্ধশতকের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ। তিনি বলেন, আগামী নির্বাচন হবে মূল্যবোধ ও লক্ষ্যের প্রতিযোগিতা এবং শিক্ষা ও অবকাঠামো খাতে সরকারের দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা উচিত কি না, তা নিয়ে দেশের মানুষ কী ভাবছে তা যাচাই করা।
এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টের জনমত জরিপে ৩৭ শতাংশ মার্কিন নাগরিক আশা করেন, ওবামা আবার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। যেখানে ৫৫ শতাংশ মানুষ মনে করে, ২০১২ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীই জয়ী হবেন।
এ অবস্থায় গত সোমবার ওবামা বলেছেন, ২০১২ সালের নির্বাচনে তিনি নিজেকে ‘আন্ডারডগ’ (দুর্বল প্রতিপক্ষ) হিসেবেই দেখছেন। পরবর্তী নির্বাচনে অস্বাভাবিক কিছু ঘটতে পারে কি না—এবিসি নিউজের এমন এক প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘নিজেকে ‘আন্ডারডগ’ ভাবতেই আমি অভ্যস্ত। কিন্তু দিনশেষে মানুষ নিশ্চয় জানতে চাইবে—কার ভেতরে লক্ষ্য আছে?’
ওবামা স্বীকার করেন, চার বছর আগে দেশের মানুষ যেমন ছিল, এখন তার থেকে ভালো নেই। বেকারত্বের হার অত্যধিক এবং তা ৯ শতাংশে পৌঁছেছে। অর্ধশতকের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ। তিনি বলেন, আগামী নির্বাচন হবে মূল্যবোধ ও লক্ষ্যের প্রতিযোগিতা এবং শিক্ষা ও অবকাঠামো খাতে সরকারের দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা উচিত কি না, তা নিয়ে দেশের মানুষ কী ভাবছে তা যাচাই করা।
এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টের জনমত জরিপে ৩৭ শতাংশ মার্কিন নাগরিক আশা করেন, ওবামা আবার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। যেখানে ৫৫ শতাংশ মানুষ মনে করে, ২০১২ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীই জয়ী হবেন।
No comments