প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ
গত ৩ অক্টোবর কালের কণ্ঠের শেষ পৃষ্ঠায় প্রকাশিত 'চট্টগ্রামের নাজির খালের প্রতিরোধ দেয়াল, দুই ছাত্রদল নেতার বাধায় নির্মাণকাজ ছয় মাস বন্ধ' সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন মহানগর ছাত্রদলের সহসভাপতি মনজুর আলম। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন। প্রতিবেদনে তিনি লন্ডন ছিলেন দাবি করা হলেও রিপোর্ট প্রকাশিত হওয়ার আগের দিন দেশে ফিরে আসেন বলে জানান। তাঁর দাবি, প্রতিবেদক সত্যতা যাচাই না করে সংবাদটি পরিবেশন করেছেন।
এদিকে যে সমস্যার কারণে নাজির খালের প্রতিরোধ দেয়াল নির্মাণকাজ বন্ধ রয়েছে, তা দ্রুত সমাধান করে পুনরায় কাজ শুরু করার জন্য প্রধান প্রকৌশলী মোখতার আলম নির্দেশ দিয়েছেন। গতকাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এয়াকুব নবী কালের কণ্ঠকে এ তথ্য জানান।
তিনি আরো বলেন, যে দুটি পক্ষ রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে পূজার পরে প্রতিরোধ দেয়াল নির্মাণকাজ শুরু করা হবে। এরপরও যদি কেউ কোনো প্রকার সমস্যা সৃষ্টি করে তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, যে দুটি পক্ষ রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে পূজার পরে প্রতিরোধ দেয়াল নির্মাণকাজ শুরু করা হবে। এরপরও যদি কেউ কোনো প্রকার সমস্যা সৃষ্টি করে তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
No comments