গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ সরকারের পতন ঘটাবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'আশুগঞ্জে ভারতের জাহাজ এসেছে। গোপনে ভারতকে করিডর দেওয়া হয়েছে। অথচ সরকার বলছে, ট্রানজিট দেওয়া হয়নি।' তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমেই জনগণ এই সরকারের পতন ঘটাবে। গতকাল বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন 'বুটের নিচে গণতন্ত্র : পিষ্ট মানবতা' শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ভয়েস অব বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এহসানুল হক জসিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, মহিলা এমপি শাম্মি আকতার, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, আবু নাসের রহমাতুল্লাহ প্রমুখ।
ড. মোশাররফ বলেন, গণতন্ত্র না থাকলে মানবাধিকার, সুশাসন_কোনোটাই থাকে না। দেশ স্বাধীনের ৪০ বছর পরও আলোচনার বিষয়বস্তু করতে হয় গণতন্ত্র বুটের নিচে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ গণতন্ত্রের নাম করে গলাবাজি করলেও স্বাধীনতার পর তারাই প্রথম গণতন্ত্র হত্যা করেছিল। একদলীয় বাকশাল কায়েম করেছিল। ওই সময় সরকার চারটি সরকারি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করেছিল। ক্ষমতা পাকাপোক্ত করতে সেনাবাহিনী, পুলিশ, আনসার থাকার পরও দেশে রক্ষী বাহিনী গঠন করেছিল। মোশাররফ আরো বলেন, সরকার দেউলিয়া হয়ে গেছে। সরকারের অযোগ্যতা, ব্যর্থতা, দুর্নীতি, পরহিংসা ও প্রতিহিংসার রাজনীতির ফলই হলো মানুষের এই চরম দুর্গতি। এ জন্যই সরকার প্রতিদিন ব্যাংক থেকে ১০০ কোটি টাকা ধার করে চলছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতি নিরাপদ নয়। জনদুর্ভোগের হাত থেকে দেশের জনগণকে উদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
No comments