সাম্প্রদায়িক সম্প্রীতি মানবতার প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ
ঢাকার সাবেক মেয়র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক ভিন্নমত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে বাধা হতে পারে না। বাংলাদেশে ধর্মীয় উৎসব পালনে কখনই হিংসা-বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটেনি। ঈদ ও পূজা উৎসব খুব নিকটবর্তী সময়ে অনুষ্ঠিত হয়েছে অনেকবার। এতে ভিন্ন ধর্মাবলম্বীরা একে অন্যদের উৎসব পালনের পরোক্ষ অংশীদার হয়েছে, বাধা হয়নি। এটা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।
সম্প্রদায়ের শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকার কালিমন্দির, দক্ষিণগাঁও দাসপাড়া মন্দির ও পূর্ব রাজারবাগ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
সম্প্রদায়ের শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকার কালিমন্দির, দক্ষিণগাঁও দাসপাড়া মন্দির ও পূর্ব রাজারবাগ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন বিএনপি নেতা মো. ইউনুছ মৃধা, কমিশনার গোলাম হোসেন, হাবিবুর রশিদ হাবিব, হামিদুল হক, কাজী নুরুজ্জামান দুলাল, সুজন, মনির হোসেন, সোহরাওয়ার্দী প্রমুখ। পূজামণ্ডপগুলোয় আয়োজক নেতারা মির্জা আব্বাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনিও আয়োজনকারীদের কথাবার্তা শোনেন এবং তাঁদের বিভিন্ন বক্তব্যের প্রতি ইতিবাচক মতামত প্রকাশ করেন।
No comments