দালাই লামার দক্ষিণ আফ্রিকা সফর বাতিল
কর্তৃপক্ষ সময়মতো ভিসা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকায় প্রস্তাবিত সফর বাতিল করেছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা। গতকাল মঙ্গলবার ভারতের ধর্মশালার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটুর ৮০তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে আগামী শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দিতে দালাই লামাকে আমন্ত্রণ জানিয়েছিলেন টুটু।
শান্তিতে নোবেলবিজয়ী দালাই লামা গত আগস্টে ভিসার জন্য আবেদন করেন।
দালাই লামার কার্যালয় থেকে গতকাল এক বিবৃতিতে বলা হয়, ৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা শুরু করার কথা ছিল তাঁর। কিন্তু এখনো দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ ভিসা অনুমোদন করেনি। এ ঘটনাকে ডেসমন্ড টুটু শান্তিকেন্দ্রের পক্ষ থেকে ‘অন্ধকারতম দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রের মুখপাত্র নোমফুনডো ওয়াজালা বলেন, ‘এ ঘটনা কতটা বেদনাময় অনুভূতির সৃষ্টি করেছে।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটুর ৮০তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে আগামী শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দিতে দালাই লামাকে আমন্ত্রণ জানিয়েছিলেন টুটু।
শান্তিতে নোবেলবিজয়ী দালাই লামা গত আগস্টে ভিসার জন্য আবেদন করেন।
দালাই লামার কার্যালয় থেকে গতকাল এক বিবৃতিতে বলা হয়, ৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা শুরু করার কথা ছিল তাঁর। কিন্তু এখনো দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ ভিসা অনুমোদন করেনি। এ ঘটনাকে ডেসমন্ড টুটু শান্তিকেন্দ্রের পক্ষ থেকে ‘অন্ধকারতম দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রের মুখপাত্র নোমফুনডো ওয়াজালা বলেন, ‘এ ঘটনা কতটা বেদনাময় অনুভূতির সৃষ্টি করেছে।
No comments