টিপ by পরাগ রিছিল
আয়না,
এত দিন তুমিই শুধু তাকিয়ে ছিলে
তোমার দিকে কেউই তাকায়নি!
এত দিন তুমিই শুধু তাকিয়ে ছিলে
তোমার দিকে কেউই তাকায়নি!
দরজা,
নিজের ভেতর কেবলই তুমি
ঢুকতে দিয়েছ
তোমার মনে কেউ ঢোকেনি?
দেয়াল,
এত দিন ছিলে যেন অযত্ন-অবহেলায়
বিশ্রী অভিধা পেয়ে মুখচোরা,
গভীর অভিমানে...
কেউ কি জানে...
মেয়েটি আমার সাজতে
শিখছে, সাজাতেও
সবার কপালে
পরিয়ে দিচ্ছে নানা
রঙের টিপ...
নিজের ভেতর কেবলই তুমি
ঢুকতে দিয়েছ
তোমার মনে কেউ ঢোকেনি?
দেয়াল,
এত দিন ছিলে যেন অযত্ন-অবহেলায়
বিশ্রী অভিধা পেয়ে মুখচোরা,
গভীর অভিমানে...
কেউ কি জানে...
মেয়েটি আমার সাজতে
শিখছে, সাজাতেও
সবার কপালে
পরিয়ে দিচ্ছে নানা
রঙের টিপ...
No comments