তিনি আগেই জানতেন!
জ্যোতিষী, না বিজ্ঞানী! জন এলফ্রেথ
ওয়াটকিনসে কী বলা যেতে পারে। পেশায় পুরকৌশলী এই মানুষের অনেকগুলো
ভবিষ্যদ্বাণীই ফলে গেছে ঠিকঠাক। ১৯০০ সালে লেডিস হোম ম্যাগাজিনে প্রকাশিত
এক প্রতিবেদনে এসব লিখেছিলেন তিনি।
‘পরবর্তী ১০০ বছরে কী ঘটতে পারে’ শিরোনামের সঙ্গে খাপে খাপে মিলে গেছে অনেক কথা।
কী বলেছিলেন টেলিভিশন
‘মানুষ দুনিয়াজুড়ে দেখবে। সব ধরনের মানুষকে ক্যামেরার আওতায় আনা হবে, যা আবার পর্দার সঙ্গে যান্ত্রিকভাবে যুক্ত থাকবে।’
উদ্ভাবন: ১৯২৭
ডিজিটাল রঙিন আলোকচিত্র
‘যদি ১০০ বছরের মধ্যে চীনে কোনো যুদ্ধ হয়, তবে তার ছবি এক ঘণ্টার মধ্যেই পত্রিকায় প্রকাশিত হবে। ...প্রকৃতির সব রংই ছবিতে ধরা পড়বে।’
উদ্ভাবন: ১৯৫৭
এক্সপ্রেস ট্রেন
‘এক মিনিটে দুই মাইল—এমন গতিতে ছুটবে ট্রেন। এক ঘণ্টায় দেড় শ মাইল গতি হবে এক্সপ্রেস ট্রেনের।’
উদ্ভাবন: ১৯৬০
মিলিটারি ট্যাংক
‘খোলা জায়গায় আজকের এক্সপ্রেস ট্রেনের গতিতে ছুটবে চাকায় বসানো দুর্গ।’
উদ্ভাবন: ১৯১৬
কী বলেছিলেন টেলিভিশন
‘মানুষ দুনিয়াজুড়ে দেখবে। সব ধরনের মানুষকে ক্যামেরার আওতায় আনা হবে, যা আবার পর্দার সঙ্গে যান্ত্রিকভাবে যুক্ত থাকবে।’
উদ্ভাবন: ১৯২৭
ডিজিটাল রঙিন আলোকচিত্র
‘যদি ১০০ বছরের মধ্যে চীনে কোনো যুদ্ধ হয়, তবে তার ছবি এক ঘণ্টার মধ্যেই পত্রিকায় প্রকাশিত হবে। ...প্রকৃতির সব রংই ছবিতে ধরা পড়বে।’
উদ্ভাবন: ১৯৫৭
এক্সপ্রেস ট্রেন
‘এক মিনিটে দুই মাইল—এমন গতিতে ছুটবে ট্রেন। এক ঘণ্টায় দেড় শ মাইল গতি হবে এক্সপ্রেস ট্রেনের।’
উদ্ভাবন: ১৯৬০
মিলিটারি ট্যাংক
‘খোলা জায়গায় আজকের এক্সপ্রেস ট্রেনের গতিতে ছুটবে চাকায় বসানো দুর্গ।’
উদ্ভাবন: ১৯১৬
No comments