১৬ আফগান হত্যা-দোষ স্বীকার করে মৃত্যুদণ্ড এড়ালেন বেলস
১৬ জন বেসামরিক আফগান নাগরিককে হত্যা ও
অন্যান্য অপরাধের কথা স্বীকার করে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাচ্ছেন মার্কিন
সেনা রবার্ট বেলস (৩৯)। গত বুধবার সামরিক আদালতের শুনানিতে তিনি দোষ
স্বীকার করেন।
দোষ স্বীকার করলে মৃত্যুদণ্ড এড়ানো যাবে-
সামরিক আদালতের বিচারকদের সঙ্গে এমন সমঝোতার পরিপ্রেক্ষিতেই বেলস দোষ
স্বীকার করেন। এখন বিচারে বেলসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে তাতে
শর্তাধীনে মুক্তির কোনো সুযোগ থাকবে না। আগামী ১৯ আগস্ট থেকে তাঁর পরবর্তী
বিচারিক প্রক্রিয়া শুরু হবে।
গত বছর ১১ মার্চ রাতে বেলস আফগানিস্তানের কান্দাহারে ন্যাটোর ঘাঁটি থেকে বেরিয়ে পাঞ্জওয়াই জেলার দুটি গ্রামে যান। সেখানে নিরস্ত্র ঘুমন্ত গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ৯ শিশুসহ ১৬ গ্রামবাসী নিহত হন। ভিয়েতনাম যুদ্ধের পর একক কোনো মার্কিন সেনার হাতে এটাই সবচেয়ে বড় গণহত্যা। সূত্র : টেলিগ্রাফ।
গত বছর ১১ মার্চ রাতে বেলস আফগানিস্তানের কান্দাহারে ন্যাটোর ঘাঁটি থেকে বেরিয়ে পাঞ্জওয়াই জেলার দুটি গ্রামে যান। সেখানে নিরস্ত্র ঘুমন্ত গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ৯ শিশুসহ ১৬ গ্রামবাসী নিহত হন। ভিয়েতনাম যুদ্ধের পর একক কোনো মার্কিন সেনার হাতে এটাই সবচেয়ে বড় গণহত্যা। সূত্র : টেলিগ্রাফ।
No comments