গেমস বন্দুকের খেলা by সুমন পাটওয়ারী
এসভিডি, ড্রাগনভ স্নাইপার রাইফেল তৎকালীন
সোভিয়েত ইউনিয়নে তৈরি ৭.৬২ এমএম রাইফেল। ইভজেনি ড্রাগনভের নকশা করা এই
রাইফেল বিভিন্ন পরিবেশে পরীক্ষার পর ১৯৬৩ সালে সোভিয়েত সেনাবাহিনীতে এর
ব্যবহার শুরু হয়।
এই রাইফেল নিয়ে গেমারকে খেলতে হবে
স্নাইপার এলিট ভি-টু গেমটি। ২০০৫ সালে বের হয়েছিল স্নাইপার এলিট। গেমের
কাহিনি ছিল ১৯৪৫ সালের বার্লিনের যুদ্ধ। আমেরিকার ওএসএস সিক্রেট এজেন্ট কাল
ফেয়ারবার্ন। সোভিয়েত ইউনিয়নের আগে জার্মানদের নিউক্লিয়ার প্রযুক্তি চুরি
করার অভিযানে যোগ দেন তিনি। একই পটভূমি এবং একই কাহিনির সূত্র ধরে এ গেম
শুরু হবে। এবারের গেমের মিশন হচ্ছে জার্মান ভি-টু রকেট প্রোগ্রামের সঙ্গে
জড়িত সব বিজ্ঞানীকে হত্যা করা। এই গেমের অডিও কোয়ালিটি গেমারকে মুগ্ধ করবে
নিঃসন্দেহে আর মিউজিক ও ইভেন্ট সাউন্ড বেশ চমকপ্রদ। একাধারে এই গেম খেলতে
খেলতে গেমার ক্লান্ত হয়ে পড়বেন না এর মিউজিকের কল্যাণে, এটা বলা যায়।
গেমটির একটি মাত্র সমস্যা হচ্ছে, এর অতি উচ্চমানের গ্রাফিকস বর্তমান সময়ের
সাধারণ কম্পিউটারে পাওয়া মোটামুটিভাবে অসম্ভব।গেমটিতে আলোর ব্যবহারও
বেশচমৎকার।
যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি
প্রসেসর: পেন্টিয়াম ফোর ২.৬ গিগাহার্টজ
ভিডিও কার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটর
সিডিরম ড্রাইভ: ৮ এক্স
র্যাম: ৫১২ মেগাবাইট
ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট
ডাইরেক্ট এক্স: ৯.০
হার্ডডিস্ক ড্রাইভ: ৭০০০ মেগাবাইট খালি জায়গা
যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি
প্রসেসর: পেন্টিয়াম ফোর ২.৬ গিগাহার্টজ
ভিডিও কার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটর
সিডিরম ড্রাইভ: ৮ এক্স
র্যাম: ৫১২ মেগাবাইট
ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট
ডাইরেক্ট এক্স: ৯.০
হার্ডডিস্ক ড্রাইভ: ৭০০০ মেগাবাইট খালি জায়গা
No comments