যে থানায় সব পুলিশই নারী!
শুধু নারী কর্মীদের নিয়ে ডাকঘর প্রতিষ্ঠার
পর এবার ভারতে নারী কর্মীদের মাধ্যমে পরিচালিত একটি থানার উদ্বোধন করা
হয়েছে। অরুণাচল প্রদেশে প্রতিষ্ঠা করা হয়েছে এ থানা।
গত মঙ্গলবার থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। মূলত নারী নির্যাতনের ঘটনা নিয়েই বিশেষ এ থানা কাজ করবে।
এ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপারিনটেনডেন্ট সুরেন্দ্র কুমার জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর- এ থানা উদ্বোধনের মধ্য দিয়ে সেই বার্তাই দিল প্রশাসন।
স্থানীয় প্রশাসনের এক সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর দিল্লিতে বাসে তরুণী গণধর্ষণের শিকার হওয়ার পর শুধু নারীদের জন্য থানা প্রতিষ্ঠার প্রস্তাব দেয় রাজ্য সরকার। গত ৬ ফেব্রুয়ারি প্রস্তাবটি রাজ্য মন্ত্রিসভায় পাস হয়।
গত ৮ মার্চ বিশ্ব নারী দিবসে নারীরা ডাকঘর কার্যক্রম শুরু করেছে। রাজধানী নয়াদিল্লির এ ডাকঘরের সব পদেই নারীকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। নারীদের সুবিধার্থে এরইমধ্যে সরকার শুধু নারীদের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠারও ঘোষণা দিয়েছে। আগামী অক্টোবরের শেষ নাগাদ ব্যাংকটি চালুর পরিকল্পনা রয়েছে। সূত্র : পিটিআই।
এ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপারিনটেনডেন্ট সুরেন্দ্র কুমার জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর- এ থানা উদ্বোধনের মধ্য দিয়ে সেই বার্তাই দিল প্রশাসন।
স্থানীয় প্রশাসনের এক সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর দিল্লিতে বাসে তরুণী গণধর্ষণের শিকার হওয়ার পর শুধু নারীদের জন্য থানা প্রতিষ্ঠার প্রস্তাব দেয় রাজ্য সরকার। গত ৬ ফেব্রুয়ারি প্রস্তাবটি রাজ্য মন্ত্রিসভায় পাস হয়।
গত ৮ মার্চ বিশ্ব নারী দিবসে নারীরা ডাকঘর কার্যক্রম শুরু করেছে। রাজধানী নয়াদিল্লির এ ডাকঘরের সব পদেই নারীকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। নারীদের সুবিধার্থে এরইমধ্যে সরকার শুধু নারীদের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠারও ঘোষণা দিয়েছে। আগামী অক্টোবরের শেষ নাগাদ ব্যাংকটি চালুর পরিকল্পনা রয়েছে। সূত্র : পিটিআই।
No comments