উইকিমিডিয়া কমন্স
ইন্টারনেটে উন্মুক্ত ছবির ভান্ডার
উইকিমিডিয়া কমন্সে রয়েছে লাখো ছবি। এসব ছবি নির্দিষ্ট লাইসেন্স অনুসরণ করে
যে কেউ ব্যবহার করতে পারেন। সম্প্রতি উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড
ব্যবস্থাকে সহজ করতে চালু হয়েছে বিশেষ অ্যাপ।
এতে করে
আলাদা ভাবে ছবি তুলে সেটি আবার কমন্সে আপলোড করার কাজটি লাগবে না। ছবি
তোলার জন্য রয়েছে বিশেষ আইকন। আইকনে ক্লিক করে ছবি তুলে সেটি সরাসরি কমন্সে
আপলোড বোতামে ক্লিক করেই আপলোড করা যাবে। আগের তোলা ছবিও এ অ্যাপসের
মাধ্যমে মোবাইল থেকে নিয়ে কমন্সে আপলোড করা যাবে। গ্লোবাল পজিশনিং সিস্টেম
(জিপিএসন) চালু রাখলে ছবির সঙ্গে লোকেশনও যুক্ত হয়ে যাবে।
অ্যাপটি ব্যবহারের মাধ্যমে যেকোনো ছবি তুলে সেটি সরাসরি কমন্সে প্রকাশকরা যাবে। উইকিমিডিয়ায় নিজের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিলেই নতুন ছবির পাশাপাশি এর আগে প্রকাশকরা ছবিও দেখতে পারবেন।
বর্তমানে অ্যাপটির ১.০ পরীক্ষামূলক সংস্করণ চালু রয়েছে।
নামানোর ঠিকানা:
অ্যান্ড্রয়েড: http://goo.gl/ow08J
আইপ্যাড: http://goo.gl/EUZS4
ডটকম প্রতিবেদক
অ্যাপটি ব্যবহারের মাধ্যমে যেকোনো ছবি তুলে সেটি সরাসরি কমন্সে প্রকাশকরা যাবে। উইকিমিডিয়ায় নিজের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিলেই নতুন ছবির পাশাপাশি এর আগে প্রকাশকরা ছবিও দেখতে পারবেন।
বর্তমানে অ্যাপটির ১.০ পরীক্ষামূলক সংস্করণ চালু রয়েছে।
নামানোর ঠিকানা:
অ্যান্ড্রয়েড: http://goo.gl/ow08J
আইপ্যাড: http://goo.gl/EUZS4
ডটকম প্রতিবেদক
No comments