লাদেন হত্যা মিশনের তথ্য ফাঁস করেছেন প্যানেটা?
আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা
অভিযান সম্পর্কিত তথ্য ফাঁস করে সিআইএর সাবেক পরিচালক লিওন প্যানেট্টা
নিরাপত্তাবিষয়ক আইন লঙ্ঘন করেছিলেন।
যুক্তরাষ্ট্রের
সামরিক সদর দপ্তর পেন্টাগনের তদন্তে পাওয়া গেছে, হলিউডি চলচ্চিত্র 'জিরো
ডার্ক থার্টি'র চিত্রনাট্যকার মার্ক বোয়েলকে ওই অভিযানের কমান্ডারের নাম
বলেছিলেন প্যানেট্টা।
চলচ্চিত্রটি বিন লাদেন হত্যার কাহিনী নিয়ে গড়ে উঠেছে। ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সামরিক অভিযানে নিহত হন লাদেন।
পেন্টাগনের মহাপরিচালক (আইজি) পরিচালিত তদন্তের খসড়া প্রতিবেদনের বরাত দিয়ে স্বাধীন নজরদারি সংস্থা প্রোজেক্ট অন গভার্নমেন্ট ওভারসাইট (পিওজিও) গত বুধবার জানায়, ২০১১ সালের ২৪ জুন সিআইএর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে লাদেন হত্যা অভিযানের কমান্ডারকে পরিচয় করে দেন প্যানেট্টা। সেখানে বোয়েল উপস্থিত ছিলেন। তবে বোয়েলের উপস্থিতি সম্পর্কে প্যানেট্টা জানতেন কি না, প্রতিবেদনে তা বলা হয়নি। সিআইএর তৎকালীন একজন কর্মকর্তা দাবি করেছেন, বোয়েলের উপস্থিতি সম্পর্কে জানতেন না প্যানেট্টা।
সিআইএর ওই অনুষ্ঠানের কয়েকদিন পর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেন প্যানেট্টা। গত ফেব্রুয়ারিতে অবসরে গেছেন তিনি। ২০০৯ সাল থেকে সিআইএতে ছিলেন তিনি। তবে পেন্টাগন এ প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। সূত্র : এএফপি, টেলিগ্রাফ।
চলচ্চিত্রটি বিন লাদেন হত্যার কাহিনী নিয়ে গড়ে উঠেছে। ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সামরিক অভিযানে নিহত হন লাদেন।
পেন্টাগনের মহাপরিচালক (আইজি) পরিচালিত তদন্তের খসড়া প্রতিবেদনের বরাত দিয়ে স্বাধীন নজরদারি সংস্থা প্রোজেক্ট অন গভার্নমেন্ট ওভারসাইট (পিওজিও) গত বুধবার জানায়, ২০১১ সালের ২৪ জুন সিআইএর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে লাদেন হত্যা অভিযানের কমান্ডারকে পরিচয় করে দেন প্যানেট্টা। সেখানে বোয়েল উপস্থিত ছিলেন। তবে বোয়েলের উপস্থিতি সম্পর্কে প্যানেট্টা জানতেন কি না, প্রতিবেদনে তা বলা হয়নি। সিআইএর তৎকালীন একজন কর্মকর্তা দাবি করেছেন, বোয়েলের উপস্থিতি সম্পর্কে জানতেন না প্যানেট্টা।
সিআইএর ওই অনুষ্ঠানের কয়েকদিন পর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেন প্যানেট্টা। গত ফেব্রুয়ারিতে অবসরে গেছেন তিনি। ২০০৯ সাল থেকে সিআইএতে ছিলেন তিনি। তবে পেন্টাগন এ প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। সূত্র : এএফপি, টেলিগ্রাফ।
No comments