মুন্সীগঞ্জে ছাত্রলীগ দু'গ্রুপে বন্দুকযুদ্ধ ॥ আহ্বায়কসহ গুলিবিদ্ধ ৬
সদর উপজেলার চরাঞ্চলের মহশেপুর গ্রামে বন্দুকযুদ্ধে ৬ গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। মাথায় গুলিবিদ্ধ গুরুতর আহত সদর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক খায়রম্নল ইসলাম পাভেলকে (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ সালাম (২৮), বেলাল (২৫), শামসুল হক (৩০), মোবারক (৩২) ও মহিউদ্দিনসহ (২৮) আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে আধিপত্য বিসত্মারকে কেন্দ্র দু'গ্রম্নপের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তুমুল গোলাগুলি শুরম্ন হয়। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি ও বোমার শব্দে আশপাশের গ্রামগুলোর মানুষও ছোটাছুটি শুরম্ন করে। প্রত্যদশর্ী শাহিন মিয়া জানান, সংঘর্ষের সময় বৃষ্টির মতো গুলি বর্ষণ হয়। এ সময় অনেকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।সদর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, ছাত্রলীগের সরকার ও দেওয়ান গ্রম্নপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি গোলাম মাওলা তপন জানান, পরিকল্পিতভাবে কৌশলে বিএনপি ও জামায়াত ছাত্রলীগের নেতা-কমর্ীদের ওপর গুলিবর্ষণ করেছে। এতে ছাত্রলীগের ৪ নেতাকমর্ী আহত হয়।
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
No comments