মনোনয়ন পাওয়ার আগেই সমালোচনার মুখে হেগল
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পাওয়ার আগেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিরোধী রিপাবলিকান দলের সাবেক সিনেটর চাক হেগল। তাঁর মনোনয়নের তীব্র বিরোধিতা শুরু করেছে সমকামীরা। বেশ আগে হেগলের করা এক মন্তব্যের জের ধরেই এ বিরোধের সূত্রপাত।
তবে মনোনয়ন পেলেও সিনেটের বৈতরণী পার হওয়া হেগলের জন্য খুব সহজ হবে না। ইরান, ইসরায়েল ও আফগানিস্তান বিষয়ে তাঁর অবস্থান নিয়ে রিপাবলিকানদের মধ্যেই নানা মত আছে। সে ক্ষেত্রে সিনেটে হেগল রিপাবলিকানদের কতটা সমর্থন পাবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
১৯৯৮ সালে হেগল বলেছিলেন, তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের লুঙ্মেবার্গের রাষ্ট্রদূত হিসেবে জেমস হরম্যালকে বেছে নেওয়া ঠিক হয়নি। হরম্যাল ওই পদের যোগ্য নন। কেননা, তিনি নিজের 'সমকামী পরিচয়' স্পষ্টভাবেই প্রকাশ করেছেন। মূলত এ মন্তব্যের কারণেই সমকামীরা হেগলের কঠোর সমালোচক হয়ে ওঠে।
হেগল অবশ্য গত মাসে ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তবে তাতে সমকামীদের ক্ষোভ কমেনি। প্রতিরক্ষামন্ত্রী পদে হেগলকে মনোনয়ন না দিতে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে সমকামী অধিকারবিষয়ক সংগঠন গেট ইকুয়াল। সংস্থার প্রধান টানিয়া ডোমি বলেন, হেগল বারবার সমকামীদের প্রতি তীব্র অসম্মান দেখিয়েছেন। মন্ত্রিপরিষদে এ ধরনের ব্যক্তির ঠাঁই পাওয়া ঠিক নয়। লগ কেবিন রিপাবলিকানস নামে সমকামীদের আরেক সংগঠন হেগলের মনোনয়নের বিরোধিতা করে এক লাখ ডলার খরচ করে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপনও দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মনোনয়ন বিধি অনুসারে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদনের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে বিশেষ করে ইসরায়েল প্রসঙ্গে উদারপন্থী অবস্থান নেওয়ায় নিজ দল থেকেই বিরোধিতার মুখে পড়বেন হেগল। তবে ওবামার জোরদার সমর্থন রয়েছে তাঁর প্রতি। আজ-কালের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি। সূত্র : টেলিগ্রাফ।
১৯৯৮ সালে হেগল বলেছিলেন, তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের লুঙ্মেবার্গের রাষ্ট্রদূত হিসেবে জেমস হরম্যালকে বেছে নেওয়া ঠিক হয়নি। হরম্যাল ওই পদের যোগ্য নন। কেননা, তিনি নিজের 'সমকামী পরিচয়' স্পষ্টভাবেই প্রকাশ করেছেন। মূলত এ মন্তব্যের কারণেই সমকামীরা হেগলের কঠোর সমালোচক হয়ে ওঠে।
হেগল অবশ্য গত মাসে ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তবে তাতে সমকামীদের ক্ষোভ কমেনি। প্রতিরক্ষামন্ত্রী পদে হেগলকে মনোনয়ন না দিতে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে সমকামী অধিকারবিষয়ক সংগঠন গেট ইকুয়াল। সংস্থার প্রধান টানিয়া ডোমি বলেন, হেগল বারবার সমকামীদের প্রতি তীব্র অসম্মান দেখিয়েছেন। মন্ত্রিপরিষদে এ ধরনের ব্যক্তির ঠাঁই পাওয়া ঠিক নয়। লগ কেবিন রিপাবলিকানস নামে সমকামীদের আরেক সংগঠন হেগলের মনোনয়নের বিরোধিতা করে এক লাখ ডলার খরচ করে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপনও দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মনোনয়ন বিধি অনুসারে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদনের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে বিশেষ করে ইসরায়েল প্রসঙ্গে উদারপন্থী অবস্থান নেওয়ায় নিজ দল থেকেই বিরোধিতার মুখে পড়বেন হেগল। তবে ওবামার জোরদার সমর্থন রয়েছে তাঁর প্রতি। আজ-কালের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি। সূত্র : টেলিগ্রাফ।
No comments