বিপিএল ॥ নাফীসের শতরানে বিশ্বরেকর্ড গড়ে জয় খুলনার
বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে চিটাগাং কিংস। তারা সকালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২১ রানে হারিয়ে দেয় বরিশাল বার্নার্সকে।
প্রথম ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রান করা চিটাগাংয়ের রান তাড়া করতে গিয়ে বরিশাল ৯ উইকেটে ১০৮ রান করতে সক্ষম হয়। তবে দিনের দ্বিতীয় ম্যাচটিতে খুলনা রয়েল বেঙ্গলস এবং দলটির অধিনায়ক শাহরিয়ার নাফীস যা করেছেন তাতে করে চিটাগাংয়ের জয়টি ঢাকা পড়ে গেছে। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটে শতরান করেছেন নাফীস আর টি২০ ক্রিকেটে প্রথম কোন দল হিসেবে পুরো ২০ ওভার ব্যাটিং করে কোন উইকেট হারায়নি খুলনা। নাফীস ৬৯ বলে ১২ চার ও দুই ছক্কায় ১০২ রানে অপরাজিত থেকেছেন আর খুলনা করেছে বিনা উইকেটে ১৯৭ রান। আন্তর্জাতিক থেকে শুরু করে যে কোন ধরনের টি২০ ক্রিকেটে এখন পর্যন্ত কোন দলই প্রথম ইনিংসে ব্যাট করে বিনা উইকেটে ইনিংস শেষ করতে পারেনি। শাহরিয়ারের সঙ্গে লুই ভিনসেন্টও (৫১ বলে ৮৯; ৬টি চার, ৮টি ছক্কা) অসাধারণ ব্যাটিং করেছেন। আর এই দু’জনের ব্যাটিংয়ে প্রথম উইকেটে ১৯৭ রানের জুটির দেখা মিলে। এই জুটি টি২০ ক্রিকেট ইতিহাসে প্রথম উইকেটে দ্বিতীয় সেরা জুটি। আর রানের দিক দিয়ে চতুর্থ সেরা জুটি। পরে দুরন্ত রাজশাহীকে ১৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট করে দিয়ে ৬৮ রানের বিশাল জয় পায় খুলনা। ফরহাদ রেজা তিনটি এবং শাপুর জাদরান ও ড্যানিয়েল হ্যারিস দুটি করে উইকেট নেন। চার ম্যাচে এটাই তাদের প্রথম জয়। (বিস্তারিত খেলার পাতায়)।
No comments