কাল থেকে ‘আরণ্যকের ৪০ বছর উত্সব’
প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে গত বছরের ফেব্রুয়ারি থেকে বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে আরণ্যক। এবার সপ্তাহব্যাপী উত্সব আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সেই আয়োজন।
উত্সব শুরু হবে কাল শনিবার বিকেল সাড়ে চারটায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। উত্সব কমিটির আহ্বায়ক ও আরণ্যকের প্রধান সম্পাদক মামুনুর রশীদ জানান, এই উত্সবে মঞ্চস্থ হবে নাটক রাঢ়াঙ, এবং বিদ্যাসাগর, ময়ূর সিংহাসন, টেগোর ইন চায়না, সংক্রান্তি, ইবলিশ ও কবর। নাটকগুলো মঞ্চস্থ হবে জাতীয় নাট্যশালায়, প্রতিদিন সন্ধ্যা সাতটায়। এ ছাড়া তিনটি সেমিনার হবে—মঙ্গলবার ‘জনগণের নাটক, বুধবার ‘দুই বাংলার নাটকের সাঁকো’ এবং শুক্রবার ‘বিশ্বায়নের মুখে বাংলা নাটক: করণীয়’। সেমিনারগুলো অনুষ্ঠিত হবে সেমিনার কক্ষে।মামুনুর রশীদ দলের ৪০ বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি এবারের সপ্তাহব্যাপী উত্সব উপভোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
No comments