পাকিস্তানে লস্কর-ই-জাংভি নেতা রিমান্ডে
পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল লস্কর-ই-জাংভির প্রধান মালিক ইসহাকের দুই সপ্তাহের রিমান্ড মঞ্জুর করেছেন স্থানীয় একটি আদালত। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আল-কায়েদার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সংগঠনটির বিরুদ্ধে পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।
ইসহাককে ১৪ দিনের জন্য লাহোরের লাখপাত কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এই রায় দেওয়া হয়।
সৌদি আরব থেকে ফিরে আসার পর গত বৃহস্পতিবার লাহোর পুলিশ মালিক ইসহাককে গ্রেপ্তার করে। গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। পুলিশ কর্মকর্তা লিয়াকত আলি জানান, চলতি মাসের শুরুতে লাহোরের এক সমাবেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেওয়ার মতো ভাষণ দেওয়ার অভিযোগে ইসহাককে গ্রেপ্তার করা হয়েছে। ইরানি কূটনীতিক হত্যার দায়েও পাকিস্তানের একটি আদালত ইসহাককে কারাদণ্ড দিয়েছিলেন। ১৪ বছর পর ২০১১ সালে কারাগার থেকে মুক্তি পান তিনি। লাহোর পুলিশের মুখপাত্র নাবিলা গাজানফার জানান, লস্কর-ই-জাংভির বিরুদ্ধে ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সৌদি আরব থেকে ফিরে আসার পর গত বৃহস্পতিবার লাহোর পুলিশ মালিক ইসহাককে গ্রেপ্তার করে। গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। পুলিশ কর্মকর্তা লিয়াকত আলি জানান, চলতি মাসের শুরুতে লাহোরের এক সমাবেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেওয়ার মতো ভাষণ দেওয়ার অভিযোগে ইসহাককে গ্রেপ্তার করা হয়েছে। ইরানি কূটনীতিক হত্যার দায়েও পাকিস্তানের একটি আদালত ইসহাককে কারাদণ্ড দিয়েছিলেন। ১৪ বছর পর ২০১১ সালে কারাগার থেকে মুক্তি পান তিনি। লাহোর পুলিশের মুখপাত্র নাবিলা গাজানফার জানান, লস্কর-ই-জাংভির বিরুদ্ধে ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
No comments