আমি তোমায় ছাড়ব না মা by সাইফুল ইসলাম
২০ মে ঢাকা বন্ধুসভা কক্ষে মাকে নিয়ে অনুষ্ঠিত হয় হূদয়স্পর্শী এক আসর ‘আমার মা’। পৃথিবীর সব মাকে শ্রদ্ধাভরে স্মরণ করতে ঢাকা বন্ধুসভার এমন প্রয়াস।‘যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা...’ এই গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আসর।
রোকেয়া ইয়াসমিনের নেতৃত্বে গানটি পরিবেশন করে ঢাকা বন্ধুসভা গানের দলের বন্ধুরা। বন্ধু আকরামের কণ্ঠে ‘এই সেই ঘর..’ গানটির পরিবেশনা সবাইকে আবেগাপ্লুত করে। বন্ধু ইমাম হাসান, হুরে জান্নাত ও আশফাকুজ্জামান মাকে নিয়ে পৃথক তিনটি কবিতা আবৃত্তি করে শোনান।
উপস্থিত বন্ধুরা মা সম্পর্কে তাদের নিজের অনুভূতি প্রকাশ করেন। কারও কণ্ঠে বেজে ওঠে শপথের বাণী। কারও কণ্ঠে ধ্বনিত হয়, কোনো মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। মাকে উদ্দেশ করে অনেকে বলে, পৃথিবীতে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি মা। প্রত্যেক বন্ধুই তার নিজের মাকে পৃথিবীর সেরা মা আখ্যায়িত করে বলে, মায়ের ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয়। চেষ্টার ত্রুটি না করে মায়ের জীবন সুখময় করে তুলব। বন্ধুরা এ শপথ নেয়। এ সময় অনুষ্ঠানস্থল ছিল নীরবতায় আচ্ছন্ন। শান্ত। নোনা জ্বলে প্রত্যেক বন্ধুর চোখ ছলছল করছিল।
আমাদের ব্যবহারে কোনো মাকে যেন কষ্ট পেতে না হয়। বৃদ্ধাশ্রম যেন তাঁদের শেষ আশ্রয় না হয়। এই অঙ্গীকার সব বন্ধুর।
হ্যাঁ, জগতের প্রতিটি সন্তানের উচিত, এমন অঙ্গীকারবদ্ধ হয়ে তা বাস্তবায়ন করা।
ঢাকা বন্ধুসভা
উপস্থিত বন্ধুরা মা সম্পর্কে তাদের নিজের অনুভূতি প্রকাশ করেন। কারও কণ্ঠে বেজে ওঠে শপথের বাণী। কারও কণ্ঠে ধ্বনিত হয়, কোনো মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। মাকে উদ্দেশ করে অনেকে বলে, পৃথিবীতে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি মা। প্রত্যেক বন্ধুই তার নিজের মাকে পৃথিবীর সেরা মা আখ্যায়িত করে বলে, মায়ের ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয়। চেষ্টার ত্রুটি না করে মায়ের জীবন সুখময় করে তুলব। বন্ধুরা এ শপথ নেয়। এ সময় অনুষ্ঠানস্থল ছিল নীরবতায় আচ্ছন্ন। শান্ত। নোনা জ্বলে প্রত্যেক বন্ধুর চোখ ছলছল করছিল।
আমাদের ব্যবহারে কোনো মাকে যেন কষ্ট পেতে না হয়। বৃদ্ধাশ্রম যেন তাঁদের শেষ আশ্রয় না হয়। এই অঙ্গীকার সব বন্ধুর।
হ্যাঁ, জগতের প্রতিটি সন্তানের উচিত, এমন অঙ্গীকারবদ্ধ হয়ে তা বাস্তবায়ন করা।
ঢাকা বন্ধুসভা
No comments