ইউপি নির্বাচনে সহিংসতা-শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার জেলায় সহিংসতায় গত রোববার চার ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিহতদের একজন মারা যায় ব্যালট পেপার ছিনতাই করতে গিয়ে পুলিশের গুলিতে। বাকি তিনজনই প্রতিপক্ষের হামলায় নিহত হয়।


একই খবরে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। বিবরণ অনুযায়ী প্রায় সব স্থানেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের ঘরবাড়ি, দোকানপাট ভাংচুর এবং তাদের সঙ্গে সঙ্গে নিরীহ মানুষের আহত হওয়ার ঘটনা রয়েছে। দেশে নির্বাচনী রাজনীতি দীর্ঘকাল ধরে চলার পর এবারের ইউপি নির্বাচনে সহিংসতার মাত্রা শূন্যের কোঠায় নেমে আসা উচিত ছিল। কিন্তু তা হয়নি। স্পষ্টতই তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক সংস্কৃতি এখনও গভীর ও বিস্তৃত হতে পারেনি। গণতন্ত্রে পরমতসহিষ্ণুতা, অন্যের মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতাকে স্বীকৃত বিষয় বলে মেনে নেওয়া, জনগণকে নির্ভয়ে ও বাধাহীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে দেওয়া, অন্যের অধিকারের সীমা কোনো অবস্থায়ই লঙ্ঘন না করা সাধারণ স্বীকৃত বিষয় এবং এগুলো চেতনার গভীরে লালন করার বিষয়। বস্তুত এভাবেই অবিরাম অনুশীলন থেকে গড়ে ওঠে গণতান্ত্রিক সংস্কৃতি। আমাদের এখানে তৃণমূল পর্যায় থেকে ওপরের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় পর্যন্ত এই গণতান্ত্রিক সংস্কৃতির মৌলিক বিষয়গুলোকে উপেক্ষা করতে দেখা যায়। এ কারণে এখানে এখনও নির্বাচনে সহিংসতা ঘটে। আর তৃণমূল বিশেষত ইউপি নির্বাচনে সহিংসতা গ্রামীণ সমাজে দীর্ঘস্থায়ী শত্রুতার জন্ম দিতে পারে। এর পরিণামে নির্বাচন শেষ হয়ে গেলেও সময়ে সময়ে বিভিন্ন পরিবার ও গোষ্ঠীর মধ্যে নানা উপলক্ষে হাঙ্গামা-হুজ্জত চলতেই থাকে। নির্বাচনী সহিংসতার ফলে গ্রামাঞ্চলের নির্দিষ্ট এলাকাগুলোয় দীর্ঘস্থায়ী অস্থিরতা বিরাজ করতে পারে। তাই কোনো অবস্থায়ই ইউপি নির্বাচনে সহিংসতা মেনে নেওয়া উচিত নয়। তবে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে তৃণমূল পর্যায়ে এ ধরনের সহিংসতা নিয়ন্ত্রণ ও দমন করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন তৃণমূল পর্যায়ে নাগরিক সচেতনতা গড়ে তোলা। মূলত গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশই পারে নির্বাচনসহ সমাজে বিভিন্ন উপলক্ষে সহিংসতার আশঙ্কাকে রোধ করতে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সময়ে সময়ে জনগণের জানমাল রক্ষায় সতর্ক পদক্ষেপ
নিতে হতে পারে।
 

No comments

Powered by Blogger.