কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

শোনা যায়, বিশ্বজুড়ে প্রায় এক কোটি বাংলাদেশি বাঙালি বসবাস করেন বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে। তাঁরা খুবই সততা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন পেশায় কাজ করেন। তাঁদের দেখলে কে বলবে যে বাঙালি অলস, কর্মবিমুখ! প্রতিবছর তাঁরা তাঁদের উপার্জিত অর্থের একটা বড় অংশ দেশে পাঠান। নিজ এলাকায় অনেক জনহিতকর কাজ করেন।


নির্বাচনকেন্দ্রিক জাতীয় রাজনীতিতে অনেকে জড়িতও হয়েছেন। তাঁরা প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শাখা সংগঠন ছাড়াও নানা রকম সংঘ, দল, সমিতি ইত্যাদির সঙ্গেও সম্পৃক্ত। সেখানে তাঁরা প্রচুর অর্থ ব্যয় করে পিকনিক করেন, দেশ থেকে নেতাদের নিয়ে গিয়ে অনুষ্ঠানের আয়োজনের পেছনে অনেক সময় ও শ্রম অপচয় করেন, দলাদলি, গ্রুপিং ইত্যাদি অনেক কিছুই করেন। বিদেশে এই বিপুলসংখ্যক বাঙালির মধ্যে জাতীয় চেতনা সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজটি গত ৪০ বছরে ঠিকমতো করা হয়নি। অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর জন্য প্রয়োজন দেশে দেশে প্রবাসী বাঙালিদের মধ্যে জাতীয় চেতনার যথার্থ উন্মেষ ঘটানো। সুপরিকল্পিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা করা সম্ভব। আমার নিজ অভিজ্ঞতা থেকে জানি, প্রবাসী জনগোষ্ঠীর পরবর্তী প্রজন্ম মাতৃভূমি বাংলাদেশ, বাঙালি জাতি এবং ভাষা নিয়ে অহংকার করার মতো বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞাত না হয়ে হতাশায় ভোগে। তাদের শেখানো হয়নি বাংলাদেশ ও বাঙালি জাতির গর্বিত ইতিহাস। বাংলা ভাষাকে নিয়ে, ভাষা আন্দোলন সম্পর্কে তারা খুব বেশি জানে না। আমাদের ভাষা আন্দোলনের ঐতিহাসিক অর্জনের ফলেই যে এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, সেটা কি কম গর্বের! অবশ্য এখন বিশ্বের বেশ কয়টি বড় ও গুরুত্বপূর্ণ শহরে স্থানীয় সরকারের সহায়তায় শহীদ মিনার নির্মিত হয়েছে এবং প্রতিবছর একুশে ফেব্রুয়ারি সেখানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান হয়। লন্ডনে বছর কুড়ি আগে এ রকম একটা অনুষ্ঠানে আমি উপস্থিতও ছিলাম। তীব্র শীতের ভেতর মধ্যরাতে কয়েক শ প্রবাসী বাঙালি মধ্য লন্ডনের সেই শহীদ মিনারে উপস্থিত হয়েছিলেন। আমেরিকার হিউস্টনে একই রকম স্থায়ী শহীদ মিনার দেখেছি। জাপানের টোকিওতেও আছে। সম্প্রতি ইতালির রোমেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী শহীদ মিনার উদ্বোধন করে এসেছেন। প্রবাসের নতুন প্রজন্ম যারা বাঙালির অহংকারের বিষয় সম্পর্কে জ্ঞাত না হয়ে সহপাঠী অথবা প্রতিবেশী খেলার সাথিদের কাছে খাটো হয় তাদের কারো কারো সঙ্গে বিদেশে গেলে আমার সময় কাটে। তারা সবাই আমার ঘনিষ্ঠজনদের সন্তান-সন্ততি। আমি অনেকটা নিজ স্বার্থেই স্নেহশীল অভিভাবকের মতো তাদের সঙ্গে অনেকটা সময় কাটাই। জানতে ও বুঝতে চেষ্টা করি, তারা নিজের দেশ, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য সম্পর্কে কতটুকু ধারণা রাখে। বেশির ভাগ সময়ই আমি দুশ্চিন্তাগ্রস্ত হই। সমবয়সী ভারতীয় বন্ধু যখন গর্বের সঙ্গে তাদের ইতিহাস, ইতিহাসের বীর, সংস্কৃতিচর্চা, মনীষী, খেলাধুলা ইত্যাদি নিয়ে অহংকার করে, তখন আমাদের সন্তানরা বুঝি মিইয়ে যায়। ইদানীং ভারতীয় সিনেমার বিশ্ববাজার জয় এবং তারকাদের আন্তর্জাতিক ভাবমূর্তি তৈরি হওয়াটাও ওদের জন্য প্লাস পয়েন্ট। কায়রোতে আমাকে ভারতীয় ভেবে রাস্তায় হিন্দি গানের কলি শুনিয়েছে। অস্ট্রিয়ায় ট্রেনের ভেতর একই কাজ করেছে তিন-চার অস্ট্রীয় তরুণী। এগুলো সম্ভব হয়েছে বিশ্বজুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগ এবং সম্মিলিত পরিকল্পনার ফলে এবং এ ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করেছে দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে অবস্থানরত প্রবাসী ভারতীয়রা। ১৯৪৭ সালের স্বাধীনতা লাভের পর থেকে দেশ গড়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের যেকোনো অর্জনকে পরিচিত ও প্রতিষ্ঠিত করার কাজটি তাঁরা করেছেন সুচিন্তিত ও সুচারুভাবে। দেশীয় রাজনীতির নোংরা কাদাজল ড্রেন কেটে ছড়িয়ে দেননি প্রবাসী ভারতীয়দের মধ্যে। জাতীয় দুর্যোগে প্রবাসীদের সম্পৃক্ত করেছেন। কেবল প্রবাসী ভারতীয়দের জন্য নয়, তাঁরা সব কিছুকেই তুলে ধরেছেন বিশ্বমাঝে হাজার বছরের ঐতিহ্যিক ইতিহাস ও সংস্কৃতির চেহারাকে। প্যারিসে আয়োজিত ভারত উৎসবে মধ্যপ্রদেশের অখ্যাত শিল্পী তীজনবাঈকে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী যদি সঙ্গে না নিতেন, তবে কি আজ তীজনবাঈ বিশ্বনন্দিত হতেন!
আমরা ভারতীয়দের মতো ভাবিনি। ভাবিনি বলেই প্রবাসী বাঙালি এবং বিদেশিদের কাছে আমরা আমাদের অমূল্য অর্জনগুলোকে প্রতিষ্ঠিত করে অহংকারী হতে পারিনি। সব বাদ দিয়ে কেবল আমাদের মহান মুক্তিযুদ্ধের বিশাল অর্জনের গৌরবকে সর্বাগ্রে বিবেচনায় রেখে আমরা তো জগৎসভায় অনেক উঁচুতে আমাদের অবস্থান চিহ্নিত করতে পারতাম। আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুকেও কি বিশ্বমাঝে প্রাপ্য অবস্থান তৈরি করে দিতে পেরেছি! ১৪-১৫ বছর আগের কথা। নিউ ইয়র্কে খুব ঘটা করে বঙ্গবন্ধু সম্মেলন অনুষ্ঠিত হলো। সেই অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। ঐতিহাসিক টুইন টাওয়ারের বনেদি এক হোটেলে তিন দিনব্যাপী অনুষ্ঠান শেষে দেখলাম কাজের কাজ কিছুই হয়নি। তিন দিন ধরে বঙ্গবন্ধু সম্পর্কিত আলোচনার ছুতায় বেশির ভাগ আলোচক এবং আয়োজক নেতা নিজেদের ঢাক পিটিয়েছেন। সেই প্রথম, সেই শেষ। প্রতিবছর আয়োজন করার অঙ্গীকার করার পরও অনুষ্ঠান আর হয়নি। অনুষ্ঠান শেষে প্রধান আয়োজকদের একজনকে বলেছিলাম, যে অর্থ ব্যয় করে ব্যর্থ সম্মেলনটি করলেন, সেই অর্থ ব্যয়ে বঙ্গবন্ধুকে নিয়ে একটা স্থায়ী ভালো কিছু করতে পারতেন। জাতির পিতাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ বীর নেতা হিসেবে গত ৪০ বছরে পরিচিত ও প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতার লজ্জা। বড়সড় জায়গা বাদ দিলাম, লন্ডনের মাদাম তুসোতেও তো বঙ্গবন্ধুর একটা আবক্ষ মূর্তি আমরা এত দিনে প্রতিষ্ঠা করতে পারিনি। সেখানে গান্ধী, নেহরু, ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধীর মূর্তিও তো আছে।
মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু ছাড়াও আমাদের এমন কিছু আছে, যা যেকোনো জাতির কাছে ঈর্ষণীয়। সেসব বিস্তৃত করে লেখার প্রয়োজন আজ নেই। শুধু বলি, প্রবাসী বাঙালিদের মধ্যে জাতীয় চেতনা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং বাংলাদেশকে বিশ্বসভায় গৌরবের আসনে বসাতে হলে একটু গুছিয়ে পরিকল্পনা নিতে হবে। বলার অপেক্ষা রাখে না যে আওয়ামী লীগ সরকার অথবা শেখ হাসিনা ছাড়া এই উদ্যোগের নেতৃত্বে কাউকে পাওয়া যাবে না। তাই উদ্যোগ নিতে হবে বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। পৃষ্ঠপোষকতাও দিতে হবে তাদের। কিন্তু কেবল সরকারি কার্যপ্রক্রিয়ার মাধ্যমে হলে কাজটি পুরোপুরি সফল হবে না। কাজটি একটু ভিন্ন ধরনের। প্রচলিত সিস্টেমের মধ্যে ফেললে কাজের কাজ খুব একটা হবে বলে মনে হয় না। তবু হাত খুলুক। সরকার উদ্যোগী হোক। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করুক। বিশ্বের সব জায়গায় না পারলেও প্রাথমিক পর্যায়ে অন্তত ইউরোপ, উত্তর আমেরিকা, ভারত, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে টেস্টকেস হিসেবে কাজ শুরু করে দেখাই যাক। এ কাজে অবশ্য অর্থব্যয়ের কথা আছে। কিন্তু সরকারি সিদ্ধান্ত হলে সেটাই বা আটকে থাকবে কেন! এ কাজটি শুরু করার জন্য আমার বিবেচনায় সবচেয়ে ইতিবাচক লক্ষণটি হচ্ছে_আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী, দুজনেই বিষয়টি সম্পর্কে পূর্ব জ্ঞাত। জয় বাংলা।

লেখক : সাংস্কৃতিক ব্যক্তিত্ব

No comments

Powered by Blogger.