রসকারণ-শুধু মেয়ে-মশা কামড়ায় কেন? by আব্দুল কাইয়ুম


ব মশা-ই কামড়ায়, তবে মানুষকে কামড়ায় শুধু মেয়ে-মশা এবং সেটা ডিম পাড়ার আগে। তখন তাদের প্রচুর পুষ্টি ও শক্তির দরকার হয়। এটা তারা সংগ্রহ করে মানুষ বা কোনো পশুর গায়ের রক্ত থেকে। পুরুষ-মশা চাইলেও মানুষকে কামড়াতে পারবে না, কারণ তাদের হুল ও মুখ ততটা শক্ত নয়। ওরা শুধু ফুল ও লতাপাতায় হুল ফুটিয়ে রস ও মধু


আহরণ করে। তাতেই ওদের উড়ে চলার শক্তি জোগাড় হয়। কিন্তু রক্ত ছাড়া মেয়ে- মশার চলে না। যে মশা হয়তো সাধারণত মাত্র পাঁচ থেকে দশটা ডিম পাড়ে, রক্ত খেয়ে সে ডিম পাড়ে অন্তত ২০০টি। যদিও মশার কামড়ে আমরা খুব কম রক্তই হারাই, মশার জন্য কিন্তু সেটুকু রক্তই দারুণ ব্যাপার। প্রায় সময়ই মশা তাদের দেহের ওজনের তুলনায় অনেক বেশি পরিমাণ রক্ত পান করে।

No comments

Powered by Blogger.