পারবেন আগুয়েরো?
অ্যাটলেটিকো মাদ্রিদে পড়ে থাকার মতো স্ট্রাইকার নন সার্জিও আগুয়েরো। নিজের জামাই সম্পর্কে এমনটা অনেক আগে থেকেই বলে এসেছেন ডিয়েগো ম্যারাডোনা। ৩ কোটি ৮০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে আগুয়েরো যখন যোগ দিলেন ম্যানচেস্টার সিটিতে, একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি—এবার অন্তত নিজেকে চেনাতে পারবেন আগুয়েরো! ১৭ ম্যাচে ১৩ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি। ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে
চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে গোলের সংখ্যা ১৫। এর পরও আগুয়েরো নিজেকে চেনাতে পেরেছেন কি না, সেই ব্যাখ্যার কী দরকার? তবে সিটিতে এসেই যে এমন দুর্দান্ত শুরু করবেন—সেটা ভাবা যায়নি। ভাবার কারণও ছিল না, যদিও তাঁর প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। সিটিতে যোগ দেন কোপা আমেরিকায় আর্জেন্টিনার ব্যর্থতার পর। এমন পরিস্থিতিতে পর নতুন ক্লাবে এসে মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার ছিল। কিন্তু কোথায় কী? শুরু থেকেই ঝড় তুললেন আগুয়েরো। সিটির কোচ রবার্তো মানচিনির কাছে তিনি এখন ক্লাবের অপরিহার্য স্ট্রাইকার। চলতি লিগে সিটি যে ‘পরাশক্তি’ হিসেবে আত্মপ্রকাশ করেছে, লিগের শীর্ষে থেকে ৮২ বছর পর এই যে বড়দিনের ছুটিতে যেতে পারল ম্যান সিটি, এর অন্যতম কারণ কিন্তু আগুয়েরো। কোচ মানচিনির বিশ্বাস, আক্রমণভাগে নেতৃত্ব দিয়ে আগুয়েরোই বড় অর্জনের দিকে নিয়ে যাবেন আগুয়েরো, ‘আশা করি, ও ৩০টি গোল করবে।’
আগুয়েরোর পারফরম্যান্সই কোচের এই বিশ্বাসের ভিত্তি। মানচিনি আগুয়েরোর সাফল্যকে বিশ্লেষণ করে দেখছেন, ‘শারীরিকভাবে ও খুবই শক্তিশালী। ওর উচ্চতা বেশি নয়, কিন্তু শক্তি অবিশ্বাস্য রকম।’ শিষ্যের প্রশংসায় মানচিনি এও যোগ করলেন, ‘আরও বেশি গোল করার আত্মবিশ্বাস ওর আছে। এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ও আমাদের দলটাকেই বদলে দিয়েছে।’
নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থাকা সিটি যদি শেষ পর্যন্ত ৪৪ বছর পর প্রথম লিগ শিরোপা জেতে, তবে ম্যারাডোনার আরও একটা কথা সত্যি হবে। ম্যারাডোনার চোখে অ্যাটলেটিকো থেকে আগুয়েরোর সিটিতে আসাটা বছরের সেরা সফল দলবদল! সিটিকে লিগ জেতাতে পারবেন আগুয়েরো? এএফপি।
আগুয়েরোর পারফরম্যান্সই কোচের এই বিশ্বাসের ভিত্তি। মানচিনি আগুয়েরোর সাফল্যকে বিশ্লেষণ করে দেখছেন, ‘শারীরিকভাবে ও খুবই শক্তিশালী। ওর উচ্চতা বেশি নয়, কিন্তু শক্তি অবিশ্বাস্য রকম।’ শিষ্যের প্রশংসায় মানচিনি এও যোগ করলেন, ‘আরও বেশি গোল করার আত্মবিশ্বাস ওর আছে। এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ও আমাদের দলটাকেই বদলে দিয়েছে।’
নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থাকা সিটি যদি শেষ পর্যন্ত ৪৪ বছর পর প্রথম লিগ শিরোপা জেতে, তবে ম্যারাডোনার আরও একটা কথা সত্যি হবে। ম্যারাডোনার চোখে অ্যাটলেটিকো থেকে আগুয়েরোর সিটিতে আসাটা বছরের সেরা সফল দলবদল! সিটিকে লিগ জেতাতে পারবেন আগুয়েরো? এএফপি।
No comments