বড়দিনে মমতার উপহার ৮ হাজার কোটি রুপির প্রকল্প
বড়দিনে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে ৮ হাজার কোটি রুপির প্রকল্প উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে রাজ্যজুড়ে একগুচ্ছ উন্নয়নের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের বলেন, রাজ্যের উন্নয়নের জন্য পরিকল্পনা কমিশন প্রায় ৮ হাজার কোটি রুপির প্রকল্পের অনুমোদন দিয়েছে। এ টাকা মূলত স্বাস্থ্য, জলসম্পদ ও সড়কের উন্নয়ন কাজে ব্যবহার করা হবে। এর মধ্যে শুধু স্বাস্থ্য ক্ষেত্রে ২ হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছেন সাবেক এ
স্বাস্থ্যমন্ত্রী। খবর এশিয়ান এজের। রাজ্যের উন্নয়ন প্রকল্পে এক সঙ্গে এত টাকা বরাদ্দের অনুমোদন এই প্রথমবার বলে তিনি জানান। এরই মধ্যে এসব প্রকল্প বাবদ ৩০ শতাংশ টাকা পাওয়া গেছে এবং কাজ হওয়ার সঙ্গে সঙ্গে বাকি টাকা পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন। স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের জন্য ২৪ পরগণা, বাকুরিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় ২৫টি সুপার স্পেশালিট হাসপাতাল গড়ে তোলা হবে। এ ছাড়া সাতটি জেলায় হাসপাতাল গড়ে তোলা হবে। এগুলো হবে_ ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, আসানসোল, ঝাড়গ্রাম, বসিরহাট, রামপুরহাট ও নন্দীগ্রামে। এর পাশাপাশি ৪০টি মাদার কেয়ার ইউনিট, মোবাইল মেডিকেল ভ্যান, মোবাইল মেডিকেল অ্যাম্বুলেন্সের কথা ঘোষণা করেন মমতা। মমতা সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য এ টাকা বরাদ্দ দিয়েছে পরিকল্পনা কমিশন। রাজ্যের উন্নয়নে এ বরাদ্দ দেওয়া হয়েছে। রাজ্য সরকার এরই মধ্যে বরাদ্দ করা টাকা কোন কোন ক্ষেত্রে কাজে লাগানো হবে সে প্রতিবেদন পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দিয়েছে বলে জানান তিনি।
No comments