পাকিস্তানে তালেবানের অস্ত্রবিরতি ঘোষণা
পাকিস্তানি তালেবান দেশজুড়ে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। সরকারের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে জঙ্গি সংগঠনটি। তবে তালেবানের মুখপাত্র এহসান উল্লাহ এহসান অস্ত্রবিরতির খবর প্রত্যাখ্যান করেছেন। এর পরপরই জঙ্গিরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে দুই পুলিশকে হত্যা করে। খবর ডন নিউজ।
তালেবানের এক কমান্ডার জানান, গত মাসেই পাকিস্তানি তালেবান টিটিপি অস্ত্রবিরতির সিদ্ধান্ত নিয়েছে এবং সারাদেশে তা কার্যকর হয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে পাকিস্তানি তালেবানের নেতা হাকিমুল্লাহ মেহসুদের ঘনিষ্ঠ ওই কমান্ডার বলেন, শান্তি আলোচনার অংশ হিসেবে আমরা পাকিস্তান সেনাবাহিনী ও সরকারের স্বার্থে আর হামলা চালাচ্ছি না। তবে এ খবর অস্বীকার করে তালেবান মুখপাত্র এহসান উল্লাহ এহসান বলেন, গতকাল বুধবার তারা কোনো আলোচনা বা অস্ত্রবিরতিতে রাজি হননি। দেরা ইসমাইল খানে হামলা এটাই প্রমাণ করে। তিনি বলেন, আমরা অস্ত্রবিরতি করলে কোনো হামলা করতাম না। তালেবানের পরস্পরবিরোধী বিবৃতি পাকিস্তানে তালেবান নেতাদের মধ্যে বিরোধের ফল কি-না তা স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, তালেবানের একটি গ্রুপ সরকারের সঙ্গে শান্তি চুক্তি চায়। তালেবানের সঙ্গে আলোচনায় পাকিস্তান সরকার মধ্যস্থতা করছে বলে সম্প্রতি অজ্ঞাত তালেবান নেতৃত্ব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা যে দাবি করেছিলেন, ওই কমান্ডারের বক্তব্যে তারই প্রতিধ্বনি পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত পাকিস্তান সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, কোনো ধরনের আলোচনার সঙ্গে তারা জড়িত নয়। আন্তর্জাতিক মৌলবাদী সন্ত্রাসী সংগঠন আল কায়দার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত পাকিস্তানি তালেবান গত সাড়ে চার বছরে দেশটিতে অসংখ্য আত্মঘাতী হামলা চালিয়েছে। আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলভিত্তিক ওই সংগঠনটির হামলায় পাকিস্তানের অন্তত ৩৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ বাড়াতে পাকিস্তানের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ফলে তালেবানদের সঙ্গে এ ধরনের শান্তি আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্র সহজভাবে নেবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে সন্ত্রাসী এ সংগঠনটির সঙ্গে আলোচনার ধরন কী হবে তা এখনও পরিষ্কার নয়।
No comments