মেলায় বহনযোগ্য পণ্যে আগ্রহী ক্রেতারা
দর্শক আগ্রহের পাশাপাশি বিকিকিনিতেও জমে উঠেছে তথ্যপ্রযুক্তি প্রদর্শনী 'বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১১'। গতকাল মেলার তৃতীয় দিনে বহনযোগ্য প্রযুক্তিপণ্যের দিকে দর্শকদের বেশি আগ্রহী হতে দেখা গেছে। ল্যাপটপ এবং ট্যাবলেট কম্পিউটার ছাড়াও এসব বহনযোগ্য পণ্যের মধ্যে রয়েছে মিডিয়া প্লেয়ার, পেনড্রাইভ, হার্ডডিস্ক প্রভৃতি। অংশগ্রহণকারী স্টলগুলোতে এসব পণ্যের প্রদর্শন ও বিক্রি ছিল বেশি। এছাড়া গেমিং জোন ও ইভেন্ট কর্নারে ভিড় লক্ষ্য করা গেছে।
গতকাল 'মাল্টিমিডিয়া টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ আর্টসের সম্ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশে মাল্টিমিডিয়া বিকাশের ইতিহাস তুলে ধরেন বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঐদিপ আইটির প্রধান নির্বাহী কাবেরি মোস্তফা। তিনি মাল্টিমিডিয়া বিকাশের ধারাবাহিক পদক্ষেপ তুলে ধরেন। সেমিনারে আরও বক্তব্য প্রদান করেন বিসিএস মহাসচিব মজিবুর রহমান স্বপন। বিকেল তিনটায় বাংলাদেশের সফটওয়্যার প্যাটেন্টের ক্ষেত্রে ট্রিপস এগ্রিমেন্টের প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাহবুব মোর্শেদ। সেমিনারে মেধাস্বত্ব সংরক্ষণের বিষয়ে আলোকপাত করা হয়। আজ রয়েছে প্রদর্শনীর প্লাটিনাম স্পন্সর বাংলালায়ন কমিউনিকেশন্সের আয়োজনে 'বাংলাদেশের প্রেক্ষিতে ওয়াইম্যাক্স ইন্টারনেট' শীর্ষক সেমিনার। ইভেন্ট কর্নারে আনন্দ আড্ডায় উপস্থিত ছিলেন অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ্ ও কণ্ঠশিল্পী মেহরীন। পাঁচ দিনের এ প্রদর্শনী আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে।
তুহিন মাহমুদ
তুহিন মাহমুদ
No comments