তানতাউয়ির ঘোষণা জনতার প্রত্যাখ্যান

মিসর পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে। দেশের ক্ষমতাসীন সামরিক পরিষদ (এসসিএএফ) গত মঙ্গলবার নির্বাচনের সময় এগিয়ে এনে নতুন সময়সূচির ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করেছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। তারা এসসিএএফ প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়ির দ্রুত পদত্যাগ দাবি করে। বিক্ষোভের কেন্দ্রস্থল কায়রোর তাহরির স্কয়ারে গতকাল বুধবারও লক্ষাধিক মানুষ জড়ো হয়ে তানতাউয়ির কুশপুত্তলিকাকে ফাঁসিতে চড়ায়।


বিক্ষোভকারীরা বলেন, 'আমরা নই, তাকে (তানতাউয়ি) যেতে হবে।'গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক আমলের প্রতিরক্ষামন্ত্রী তানতউয়ি গত মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি ঘোষণা করেন, আগামী ২৮ নভেম্বর থেকে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন নির্ধারিত সময়েই হবে। প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী বছর জুনের শেষ নাগাদ। এসসিএএফর আগের সূচিতে ২০১৩ সালে এ নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছিল। চার দিন ধরে চলমান বিক্ষোভের কারণে তীব্র চাপে পড়া তানতাউয়ি বিষয়গুলো মেনে নিয়ে ভাষণ দিতে বাধ্য হন। বিক্ষোভে ইতিমধ্যেই ৩৫ জন নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হয়েছে।
তানতাউয়ি বলেন, 'সেনাবাহিনীর সরকার পরিচালনার কোনো সাধ নেই। দেশের স্বার্থকেই তারা সর্বাধিক অগ্রাধিকার দেয়। সেনাবাহিনী দ্রুত ক্ষমতা হস্তান্তরে পুরোপুরি প্রস্তুত। জনগণ চাইলে এ ব্যাপারে গণভোটের আয়োজন করা যেতে পারে।' তিনি এবারের বিক্ষোভে নিহতদের ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেন, 'আমরা একজন মিসরীয়কেও হত্যা করিনি। অনেকে আমাদের সংঘাতের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে। তবে আমরা সর্বোচ্চ সংযম দেখানোর চেষ্টা করব।'
তানতাউয়ির ভাষণ প্রচারের সময়ই তাহরির স্কয়ারের বিক্ষোভকারীরা 'চলে যাও, চলে যাও। জনগণ ক্ষমতাসীনদের পদত্যাগ চায়' বলে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা জানান, তারা তানতাউয়ির বলা একটি শব্দও বিশ্বাস করেন না। ইবতিসাম আল-হামালাউয়ি নামে এক বিক্ষোভকারী বলেন, 'তাঁর কথা আমরা বিশ্বাস করি না। এসসিএএফর বহু দিন কাজ করার সুযোগ পেয়েছে। কিন্তু কিছুই করেনি।' আরেক বিক্ষোভকারী আহমেদ মামদুহ (৩৫) বলেন, 'তানতাউয়ি মুবারকেরই কপি-পেস্ট। তিনি সেনা উর্দি পরা মুবারক।' কায়রো ছাড়াও আলেকজান্দ্রিয়া, সুয়েজ, আসওয়ান ও পোর্ট সাইদেও বিক্ষোভ হয়। তানতাউয়ির ভাষণকে স্বাগত জানিয়েছে মুসলিম ব্রাদারহুড। এ দলটি আসন্ন পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বলে ধারণা করা হয়। তারা প্রেসিডেন্ট নির্বাচনের সময় এগিয়ে আসায় সন্তোষ প্রকাশ করেছে।
মিসরে চলমান সহিংসতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মিসরের দীর্ঘকালীন এ বন্ধু রাষ্ট্রের আশা, সামরিক প্রশাসন তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টরিয়া নুল্যান্ড মিসরের নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা জানান। তিনি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.