থাকসিনকে ক্ষমার খবর নাকচ করে দিয়েছে সরকার
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমার পরিকল্পনার খবর নাকচ করে দিয়েছে দেশটির সরকার।
এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী ৫ ডিসেম্বর জন্মদিন উপলক্ষে সে দেশের রাজা যে কয়েক হাজার সাজাপ্রাপ্ত আসামিকে সাধারণ ক্ষমা করবেন তাঁদের মধ্যে থাকসিনকে রাখারও পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রচলিত বিধি পরিবর্তনেরও চেষ্টা চলছে।
দুর্নীতির মামলায় থাকসিনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা এড়াতে তিনি স্বেচ্ছায় বিদেশে নির্বাসিত জীবন যাপন করছেন।
বর্তমান সাধারণ ক্ষমার আওতায় শুধু কারাভোগ করতে থাকা আসামিদের অন্তর্ভুক্ত করা হবে। প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়েছে এমন কোনো আসামিকে এ তালিকায় রাখা হবে না।
কিন্তু স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, থাকসিনের ছোট বোন ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন সরকার সাধারণ ক্ষমার বিধি পরিবর্তনের চেষ্টা করছে।
এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী ৫ ডিসেম্বর জন্মদিন উপলক্ষে সে দেশের রাজা যে কয়েক হাজার সাজাপ্রাপ্ত আসামিকে সাধারণ ক্ষমা করবেন তাঁদের মধ্যে থাকসিনকে রাখারও পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রচলিত বিধি পরিবর্তনেরও চেষ্টা চলছে।
দুর্নীতির মামলায় থাকসিনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা এড়াতে তিনি স্বেচ্ছায় বিদেশে নির্বাসিত জীবন যাপন করছেন।
বর্তমান সাধারণ ক্ষমার আওতায় শুধু কারাভোগ করতে থাকা আসামিদের অন্তর্ভুক্ত করা হবে। প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়েছে এমন কোনো আসামিকে এ তালিকায় রাখা হবে না।
কিন্তু স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, থাকসিনের ছোট বোন ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন সরকার সাধারণ ক্ষমার বিধি পরিবর্তনের চেষ্টা করছে।
No comments