অস্ট্রেলিয়াকে আবার শীর্ষে দেখতে চান আর্থার

দায়িত্বটা পেয়েছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কাজ শুরু করেননি। তবে শুরু করার জন্য যে মুখিয়ে আছেন তা বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়ার নতুন কোচ মিকি আর্থার। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া দল নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি, শুনিয়েছেন আশার কথাও।ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে যেহেতু যাত্রা শুরু হচ্ছে প্রথম পরিকল্পনাটাও সেটা নিয়েই হওয়ার কথা।


তবে অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম বিদেশি কোচ কিন্তু শুধু ওই সিরিজের ভাবনাতেই পড়ে থাকতে চান না। তাঁর পরিকল্পনা সুদূরপ্রসারী এবং সেখানে আছে ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয় আর উপমহাদেশের মাটিতে সিরিজ জয়ও! শুরুটা যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই হচ্ছে কিন্তু অ্যাশেজ, উপমহাদেশ সব জয় করে আবারও টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠতে পারলে তবেই নিজেকে সফল মনে করবেন বলে জানিয়েছেন আর্থার, 'আমি আমার দলটাকে এমনভাবে তৈরি করতে চাই যাতে তারা ইংল্যান্ডের মাটিতে গিয়ে ইংল্যান্ডকে হারাতে পারে। আর এক নম্বর হতে হলে আমাদের উপমহাদেশের মাটিতেও সিরিজ জিততে হবে।'
আকাশচুম্বী স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন নিয়েই বসে নেই আর্থার। দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগে স্বপ্ন পূরণের জন্য নিজের হোমওয়ার্কটা ঠিকই করে নিচ্ছেন। অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকটাকে আরো ঘষেমেজে ধারালো করে তোলার ইচ্ছে তাঁর। বিশেষ করে মাত্র ১৮ বছর বয়সে অভিষেকে ৬ উইকেট পাওয়া প্যাট কামিন্সকে নিয়ে তো দারুণ আশাবাদী তিনি। একসময় কামিন্স দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের মতো দুর্দান্ত বোলার হয়ে উঠবেন বলেও বিশ্বাস তাঁর, 'শুধু সঠিক পরিচর্যাটা দরকার তাঁর। ওর মধ্যে সেই সম্ভাবনা যথেষ্ট আছে।'
টিম নিয়েলসেনের বিদায়ের দুই মাস পরে নতুন কোচ পেয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। আর্থারের মতো অভিজ্ঞ একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটকে আরো অনেক দূর নিয়ে যাবে বলেও বিশ্বাস ক্লার্কের, 'মিকি (আর্থার) এর আগে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবেও দারুণ সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ওই অভিজ্ঞতা আমাদের জন্য খুব কাজে দেবে। আমরা সবাই ওর তত্ত্বাবধানে খেলার জন্য অধীর আগ্রহে আছি।' নতুন কোচের পাশাপাশি পড়তি ফর্মে থাকা অধিনায়ক রিকি পন্টিংয়ের প্রতিও নিজের পুরো সমর্থনের কথা জানিয়েছেন ক্লার্ক। ৩৬ বছর বয়সী পন্টিংয়ের অস্ট্রেলিয়ান ক্রিকেটকে দেওয়ার মতো আরো অনেক কিছুই আছে বলে বিশ্বাস তাঁর এবং সে জন্য পরের সিরিজগুলোতে সাবেক অধিনায়ককে দলে দেখলে খুশি হবেন বলেও জানিয়েছেন তিনি, 'শুধু মাঠে নয়, মাঠের বাইরেও সে আমাদের একটা বড় প্রেরণা। ডন ব্র্যাডম্যান ছাড়া আর কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারের পরিসংখ্যান তাঁর মতো নয়। আমার মনে হয় এরপর আর ওকে নিয়ে কিছু বলার দরকার নেই।' এএফপি, ক্রিকইনফো

No comments

Powered by Blogger.