শেভরনকে জরিমানা করেছে ব্রাজিল
রিও ডি জেনিরোর উপকূলে তেলের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় মার্কিন তেল প্রতিষ্ঠান শেভরনকে দুই কোটি ৮০ লাখ ডলার জরিমানা করার ঘোষণা দিয়েছে ব্রাজিল।
শেভরন এ দুর্ঘটনার দায়ভার স্বীকার করেছে। শেভরনের ব্রাজিলপ্রধান জর্জ বুক বলেন, তেল অনুসন্ধানের সময় পানির নিচে মজুদ করা তেলের চাপ তাঁরা বুঝতে পারেননি। তিনি আরও বলেন, তেলের লাইনের ছিদ্র বন্ধ করে দেওয়া হয়েছে। তেল নিঃসরণও বন্ধ হয়েছে।
ব্রাজিলের পরিবেশমন্ত্রী ইসাবেলা টিক্সিরা বলেন, তদন্তে আরও ক্ষয়ক্ষতি বেরিয়ে এলে শেভরনকে আরও জরিমানা করা হবে।
শেভরন এ দুর্ঘটনার দায়ভার স্বীকার করেছে। শেভরনের ব্রাজিলপ্রধান জর্জ বুক বলেন, তেল অনুসন্ধানের সময় পানির নিচে মজুদ করা তেলের চাপ তাঁরা বুঝতে পারেননি। তিনি আরও বলেন, তেলের লাইনের ছিদ্র বন্ধ করে দেওয়া হয়েছে। তেল নিঃসরণও বন্ধ হয়েছে।
ব্রাজিলের পরিবেশমন্ত্রী ইসাবেলা টিক্সিরা বলেন, তদন্তে আরও ক্ষয়ক্ষতি বেরিয়ে এলে শেভরনকে আরও জরিমানা করা হবে।
No comments