ব্রিটেনের কয়েকটি স্কুলে মিনি স্কার্ট পরা নিষিদ্ধ

যুক্তরাজ্যের কয়েকটি স্কুলে মেয়েদের মিনি স্কার্ট পরা নিষিদ্ধ করা হয়েছে। হাঁটুর ওপরে স্কার্ট পরা মেয়েদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।সম্প্রতি কেন্ট হারনে বে হাই স্কুলের অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, হাঁটুর ওপর স্কার্ট পরা মেয়েদের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে তারা যৌন হয়রানির শিকারও হচ্ছে। তারা সতর্ক করে দেন যদি শিক্ষার্থীদের হাঁটুর চার ইঞ্চি ওপরে স্কার্ট পরতে বাধ্য করা হয়, তাহলে অভিভাবকরা তাদের ট্রাউজার পরিয়ে স্কুলে পাঠাবেন।


অভিভাবকদের এ চিঠির কথা উল্লেখ করে স্কুলের অধ্যক্ষ ক্লেয়ার ওয়েন এক রেডিও অনুষ্ঠানে বলেন, 'আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের ভাবনাতেই নেই যে যেভাবে তারা পোশাক পরছে সেটা 'ভূল বার্তা' দিতে পারে।'
নর্থ ইস্ট লিঙ্কনশায়ারের নর্থ ওয়ালথাম এলাকার টুলবার একাডেমী কর্তৃপক্ষ সম্প্রতি মেয়েদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা চিন্তা করে স্কার্ট পরা নিষিদ্ধ করে। এর পরই কেন্টের স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
টুলবার একাডেমী যে ইস্যুতে মেয়েদের স্কার্ট পরা নিষিদ্ধ করেছে, তাতে দ্বিমত পোষণ করেছেন আঞ্চলিক স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা জুদিথ হ্যাকিট। শিশুদের নিয়ে কাজ করে কিডসকেপ নামের একটি সংগঠন। এর পরিচালক পিটার বার্ডলে এ পদক্ষেপের সমালোচনা করে বলেন, স্কুলগুলোর এমন পদক্ষেপ মেয়েদের মধ্যে নিরাপত্তা সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করবে। 'মেয়েদের স্কার্টের দৈর্ঘের ওপর কখনই যৌন হয়রানি নির্ভর করে না। ট্রাউজার পরলেও হয়রানির ঝুঁকি থেকেই যায়।'
সূত্র : দ্য ডেইলি মেইল।

No comments

Powered by Blogger.