সারতের রাস্তায় প্রচণ্ড লড়াই
বনি ওয়ালিদ শহর দখল করার একদিন পর গতকাল মঙ্গলবার লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির নিজ শহর সারতের রাস্তায় রাস্তায় গতকাল মঙ্গলবার তাঁর অনুগত সেনা ও এনটিসির যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল অঘোষিত এক দিনের সফরে লিবিয়া গেছেন।
গতকাল সকাল থেকে সারতের বিভিন্ন রাস্তায় গাদ্দাফির অনুগত সেনা ও ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। দুই পক্ষই রকেট ও মর্টারের গোলা ছোড়ে।
প্রথম দফায় ৪০ মিনিটের মধ্যে এনটিসির দুই যোদ্ধা নিহত ও বহু আহত হয়। আহতদের অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল লিবিয়ার রাজধানী ত্রিপোলি পৌঁছান। যুদ্ধোত্তর লিবিয়ার প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারই তাঁর এ সফরের লক্ষ্য বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে করে তিনি সেখানে যান। এনটিসির নেতা, সুশীল সমাজের কর্মী ও ত্রিপোলিতে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা করার কথা রয়েছে
গতকাল সকাল থেকে সারতের বিভিন্ন রাস্তায় গাদ্দাফির অনুগত সেনা ও ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। দুই পক্ষই রকেট ও মর্টারের গোলা ছোড়ে।
প্রথম দফায় ৪০ মিনিটের মধ্যে এনটিসির দুই যোদ্ধা নিহত ও বহু আহত হয়। আহতদের অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল লিবিয়ার রাজধানী ত্রিপোলি পৌঁছান। যুদ্ধোত্তর লিবিয়ার প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারই তাঁর এ সফরের লক্ষ্য বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে করে তিনি সেখানে যান। এনটিসির নেতা, সুশীল সমাজের কর্মী ও ত্রিপোলিতে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা করার কথা রয়েছে
No comments