আগামীকাল পর্যটন মেলা শুরু
আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইসলামী ব্যাংক বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটন মেলা। প্রথমবার আয়োজিত এ মেলায় ১৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। থাকবে ২০০টি পর্যটন স্টল। আয়োজক সংস্থা বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকায় শ্রীলঙ্কান হাইকমিশনার শরৎ কুমারা ওয়েরাগোদা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ মেলার উদ্দেশ্য বাংলাদেশের পর্যটনকে বিশ্বে পরিচিতি ঘটানো এবং পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলা। এ মেলায় প্রথমবারের মতো ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া থেকে বায়ার অর্থাৎ সে সব দেশের আউটবন্ড ট্যুর অপারেটরদের আমন্ত্রণ জানানো হয়েছে। এসব প্রতিষ্ঠান ভারত, নেপাল, ভুটান ও মালয়েশিয়াতে পর্যটক পাঠায়। খ ম হারূণের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, প্রথমবার আয়োজিত এই মেলা বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বিদেশি ট্যুর অপারেটররা আসছে। তারা আগ্রহী হলে পরে এখানে প্রচুর বিদেশি পর্যটক আসবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলার টাইটেল স্পন্সর ইসলামী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিএমডি) শামসুল হক, বিএফটিডির চেয়ারম্যান এম এ হাকীম আলী, নির্বাহী পরিচালক রেজাউল করিম রাজু প্রমুখ।
আয়োজকরা জানান, মেলায় প্রতিদিন থাকবে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিরা এতে অংশ নেবেন। সমকাল এ আয়োজনের মিডিয়া পার্টনার।
আয়োজকরা জানান, মেলায় প্রতিদিন থাকবে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিরা এতে অংশ নেবেন। সমকাল এ আয়োজনের মিডিয়া পার্টনার।
No comments