দেশীয় বাজারে ভরিতে কমেছে ১২শ' টাকা

দেশীয় বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। গতকাল থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী প্রতি ভরিতে দাম কমেছে ১২শ' টাকার বেশি। এ নিয়ে গত ২০ দিনের ব্যবধানে দু'দফায় ভরিপ্রতি দাম কমলো প্রায় ৪ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারেও আবার দাম কমানো হবে বলে গতকাল সমকালকে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন। নতুন দর অনুযায়ী ভরি ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৫৬ হাজার ১০৩ টাকা নির্ধারণ করা হয়।


২১ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ২২৪ টাকা কমিয়ে ৫৩ হাজার ৫৯৬ এবং ১৮ ক্যারেট স্বর্ণে ১ হাজার ৩৯৯ টাকা কমিয়ে ৪৫ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দর কমে আসায় দেশীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সমিতির সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন গতকাল সমকালকে জানান, গত সেপ্টেম্বরের ১৫ তারিখের পর থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতে থাকে। পরবর্তী এক সপ্তাহ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরে ওঠানামা চললেও ২৩ সেপ্টেম্বরের থেকে দর নেমে আসে ১ হাজার ৭৫০ ডলারে। এ কারণে গত মাসের ২৫ তারিখে একবার দাম কমানো হয়। আন্তর্জাতিক দরে পড়তির ধারা অব্যাহত থাকায় ২০ দিনের ব্যবধানে দ্বিতীয় দফা দাম সমন্বয় করা হলো। শানীন জানান, বাংলাদেশে কোনো পণ্যের দাম একবার বাড়লে আবার কমানোর রেকর্ড খুব বেশি নেই। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম বাড়লে সঙ্গে সঙ্গে দেশের বাজারে বেড়ে যায়। কিন্তু কমলেও আর দাম সমন্বয় করা হয় না। এ ক্ষেত্রে তাদের সমিতি ব্যতিক্রম বলে দাবি করেন তিনি। আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারেও আবার দাম কমানো হবে বলে জানান তিনি। গতকালের পুনর্নির্ধারিত দরসহ চলতি বছর ২২ বার দেশের বাজারে স্বর্ণের দামে পুনর্নির্ধারণ করা হলো।

No comments

Powered by Blogger.