বিপিএলের দল কিনতে বাংলাদেশে ব্যবসা থাকতে হবে

কালের কণ্ঠের পাঠকরা ইতিমধ্যেই জেনে গেছেন যে আইপিএলের ফ্রেঞ্চাইজিরাও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কিনতে আগ্রহী। তবে দল কেনার লড়াইয়ে পিছিয়ে নেই বাংলাদেশি প্রতিষ্ঠানও। যারা গোপনীয়তার মোড়ক পরে থাকলেও বিশ্বস্ত সূত্রে বেঙ্মিকো ও ডেসটিনি গ্রুপের নাম উদ্ধার করা যাচ্ছে। এ টোয়েন্টি টোয়েন্টি আসর আয়োজনে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই যখন এত সাড়া, তখন আয়োজকরা আশাবাদী হবেন না কেন! যে জন্য বিপিএল কমিটির সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এখনই নিশ্চয়তা দিয়ে বলতে পারছেন, 'একটা কথা এখনই বলতে পারি, ফ্রেঞ্চাইজি বিক্রিতে একটা অভূতপূর্ব সাড়া আপনারা দেখতে পাবেন।


আগাম বলতে পারি, এ ক্ষেত্রে আমরা শতভাগ সফল হব।'র আগে আন্তর্জাতিকমানের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানির হাতে তিন বছরের জন্য বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দিতে চান তাঁরা। সে জন্য আগামী কয়েক দিনের মধ্যেই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হচ্ছে বলেও জানিয়েছেন আলমগীর, 'তিন বছরের জন্য বিসিবি কত টাকা পেতে পারে, এ রকম একটা আর্থিক প্রস্তাবনাও আমরা দরপত্রের মাধ্যমে চাচ্ছি। সেই সঙ্গে দরপত্রে অংশ নেওয়া কম্পানিগুলো কোন পর্যায়ের ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে, সে বিষয়েও প্রস্তাবনা জমা দিতে হবে।' আর তিন বছরের বিপিএল থেকে নির্দিষ্ট একটা অঙ্ক কোষাগারে জমা করার লক্ষ্যও আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, 'তিন বছরে এ খাত থেকে কমপক্ষে ১০০ কোটি টাকার ফান্ড তৈরির লক্ষ্যমাত্রা আছে বিসিবির।' তবে দল কেনার জন্য কিছু শর্তও জুড়ে দেওয়া হচ্ছে, 'যারা দল কিনবে তাদের ব্যবসায়িক ঠিকানাটা অবশ্যই হতে হবে বাংলাদেশে। বিদেশি প্রতিষ্ঠানও দল কিনতে পারবে যদি এখানে তাদের জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা থাকে।'

No comments

Powered by Blogger.