শ্রেষ্ঠত্ব প্রমাণে মেসিকে নিজের ভিডিও পাঠাতে চান পেলে

র্জেন্টিনার নাকি বার্সেলোনার_এই প্রশ্নের উত্তর না মিললেও লিওনেল মেসির জাদুকরী ফুটবল দক্ষতা নিয়ে কারো মনেই সংশয় নেই। সময়ের বিচারেও ডিয়েগো ম্যারাডোনা অনেকটাই সমসাময়িক, তাঁর তুলনায় পেলে কিছুটা হলেও অতীত। যে কারণে পেলের খেলা দেখার সৌভাগ্য হয়নি মেসির। এ জন্যই 'ফুটবলের রাজা' এবং 'আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বর'-এর মধ্যে কে সেরা বেছে নেওয়ার বে


লায় মেসির ভোট স্বদেশি ম্যারাডোনার পক্ষেই। এ জন্যই মেসির কাছে নিজের খেলার ভিডিও পাঠাতে চান পেলে।
কিছুদিন আগে মেসি বলেছিলেন, পেলের খেলা দেখার সুযোগ তাঁর হয়নি। জাপানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেখতে এসে মেসির সেই কথার উত্তরটাই দেওয়ার চেষ্টা করেছেন পেলে, "সে (মেসি) যদি সত্যিই না দেখে থাকে, তাহলে ঠিক তাই করব যা ম্যারাডোনার সঙ্গে করেছিলাম। আমি তাকে আমার খেলোয়াড়ি জীবন নিয়ে তৈরি করা তথ্যচিত্র 'পেলে ফরএভার' (পেলে সব সময়ের)-এর একটা কপি পাঠিয়ে দেব। তখন নিশ্চয়ই সে দেখবে।' ১২৫ মিনিটের এই তথ্যচিত্রে শুধু পেলের খেলোয়াড়ি জীবন বা বিশ্বকাপ সাফল্যই তুলে ধরেননি পরিচালক, সমসাময়িক পেলের প্রতিপক্ষ ও সতীর্থদের সাক্ষাৎকারেও তুলে এনেছেন তাঁর অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব। তবে ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসির সঙ্গে আর নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের বিতর্কটা খানিকটা এড়িয়ে যেতেই চেয়েছেন তিনটি বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান, 'একজন খেলোয়াড়কে কখনো কখনো ভিন্ন সময়ের কোনো খেলোয়াড়ের সঙ্গে তুলনা করা হয়, এমনটা অবশ্য হতেই পারে। তবে কখনো কখনো অনেকেই এমন তুলনাটা পছন্দ করে না।' কথা প্রসঙ্গে উঠে এল ফুটবলে তাঁর নিজের দেশ ব্রাজিলের চলমান দুর্দশার কথাও। বিশ্বর‌্যাংকিংয়ে ব্রাজিলের অবস্থান এখন ৭, অথচ একটা সময় শীর্ষস্থানটা যেন 'চিরস্থায়ী বন্দোবস্ত' করে নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা! বিশ্বকাপের গত দুই আসর এবং সবশেষ কোপা আমেরিকাতেও ঠাঁই হয়নি শেষ চারে। তবে পেলের আশা, সময়ের সঙ্গে সঙ্গে হারানো সাম্রাজ্যটা ঠিকই ফিরে পাবে 'সেলেসাও'রা, 'ব্রাজিলের দারুণ কিছু খেলোয়াড় আছে। আসলে একটা বিশ্বমানের দল গড়ে তুলতে গেলে কিছুটা সময় তো প্রয়োজন। কারণ আমাদের একটা নয়, পাঁচটা বিশ্বমানের দল গড়ার সামর্থ্য আছে।' গোল ডটকম

No comments

Powered by Blogger.