আফ্রিদির অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার

প্রথমে অনাকাঙ্ক্ষিত অবসর। তারপর ইনিয়ে-বিনিয়ে আবার জানিয়েছিলেন যদি পাকিস্তান ক্রিকেট বোর্ডে কোনো পরিবর্তন আসে তাহলে অবসর ভেঙে খেলায় ফিরে আসতে নাকি আপত্তি নেই শহীদ আফ্রিদির! ইঙ্গিতটা ছিল পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনিস আর বোর্ড সভাপতি ইজাজ বাটের দিকে। আফ্রিদির সেই ইছে পূরণ হয়েছে। ওয়াকার সরে গেছেন নিজ থেকেই। ইজাজ বাটকে সরিয়ে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে চৌধুরী জাকা আশরাফকে। এত সব পরিবর্তনের পর তাই আফ্রিদিও সরে এসেছেন নিজের সিদ্ধান্ত থেকে। পাকিস্তানের হয়ে আবারও খেলতে এখন তাঁর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি!


ইজাজ বাটকে সরিয়ে দেওয়ার পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল হয়তো অবসরের সিদ্ধান্ত বদলাতে পারেন আফ্রিদি। গতকাল এক সাংবাদিক সম্মেলনে সাবেক পাকিস্তানি অধিনায়ক সেই প্রত্যাশিত ঘোষণাটাই দিলেন, 'যেহেতু বোর্ড সভাপতির পদে বদল এসেছে, আমি আমার অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছি। আমি বলেছিলাম বাট যত দিন আছেন তত দিন পাকিস্তানের হয়ে খেলব না। কিন্তু এখন তো তিনি নেই।' এখনই শারীরিক ও মানসিকভাবে ফিট আছেন এবং যেকোনো সময় ডাকলেই পাকিস্তানের হয়ে খেলার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন আফ্রিদি, 'আমি নিয়মিত অনুশীলন করে যাচ্ছি। ব্যাটিং-বোলিং নিয়ে খুবই পরিশ্রম করছি। ডাক পেলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই আমি খেলতে প্রস্তুত।' অবসর প্রত্যাহার করে ফিরে এলে আফ্রিদিকে স্বাগত জানাতে প্রস্তুত এমন ঘোষণা অবশ্য আগেই দিয়ে রেখেছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক, 'ও খুবই ভালো একজন ক্রিকেটার এবং দারুণ ফর্মেও ছিল। তাঁর ফিরে আসাটা আমাদের সবার জন্যই সুসংবাদ হবে।'
পাকিস্তান ক্রিকেট বোর্ডে পরিবর্তনের এই হাওয়াকে স্বাগত জানিয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরামও। বিশেষ করে ইজাজ বাটকে সরিয়ে জাকা আশরাফকে পিসিবির সভাপতির দায়িত্ব দেওয়াটা খুবই ভালো সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি, 'যদিও আমি আশরাফ সাহেবকে চিনি না কিন্তু শুনেছি তিনি খুব ভালো একজন সংগঠক। তিনি যেভাবে তাঁর আগের কর্মস্থলে সুনামের সঙ্গে কাজ করেছেন পিসিবিতেও সেই সুনামটা ধরে রাখবেন বলে বিশ্বাস আমার।' পাকিস্তানের একটি দৈনিকে নিজের লেখা কলামে আকরাম নতুন সভাপতিকে সবার আস্থা অর্জনের জন্য বিশেষজ্ঞ কয়েকজনকে নিয়ে একটা ক্রিকেট কমিটি গড়ারও উপদেশ দিয়েছেন, 'তাঁকে অবশ্যই একটা ক্রিকেট কমিটি করতে হবে। এটা হতে পারে চার-পাঁচজন সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া। যারা দলমত নির্বিশেষে সব কিছুর ঊধর্ে্ব উঠে পাকিস্তান ক্রিকেটের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নেবে।'
বিশৃঙ্খল পাকিস্তান ক্রিকেটকে আবার নিয়মতান্ত্রিকতার মধ্যে নিয়ে আসাটাই নতুন সভাপতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন আকরাম। পিটিআই

No comments

Powered by Blogger.