মিয়ানমারের মংডুতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

সীমান্ত বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ-মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের নিয়মিত মাসিক বৈঠক গতকাল মিয়ানমারের মংডুতে চেম্বার অব কমার্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কঙ্বাজারের এডিসি (জেনারেল) নুরুল আলম নিজামীর নেতৃত্বে বাংলাদেশের ১৬ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন_টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দীন, বাংলাদেশ স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মাহাফুজুল ইসলাম ভূইয়া, টেকনাফ শুল্ক কর্মকর্তা আনোয়ার মাসুম,


টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর এস এম আরিফ উল ইসলাম, সোনালী ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক মো. আবদুল করিম, টেকনাফ স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল কাদের সিদ্দিকী, টেকনাফ ইউনাইটেড ল্যান্ড পোর্ট জেনারেল ম্যানেজার আবদুল মোহাইমেন প্রমুখ।অপরদিকে মিয়ানমার বর্ডার ট্রেড ডিপার্টমেন্ট সীমান্ত বাণিজ্যের সি-টুয়ের ডেপুটি ডিরেক্টর ইউ উইং লিংয়ের নেতৃত্বে ১৪ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম সভাটি চলতি বছরের ১২ মে টেকনাফে অনুষ্ঠিত হয়। মিয়ানমারে অনুষ্ঠিত এটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভা।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া কঙ্বাজারের এডিসি জেনারেল নুরুল আলম নিজামী জানান, সভায় বিগত বৈঠকের পর্যালোচনা, আন্তর্জাতিক পাসপোর্ট নিয়ে মংডু সি-টুয়ে-ইয়াংগুন পর্যন্ত যাতায়াত, ইয়াংগুন-সি-টুয়ে-কঙ্বাজার-চট্টগ্রাম বিমান চলাচল, মিয়ানমার থেকে পাথর, চাল আমদানি ও বাংলাদেশ থেকে প্লাস্টিক সামগ্রী রপ্তানি, উভয় দেশে বাণিজ্য মেলার আয়োজন, মংডু এবং টেকনাফে পাইকারি বাজার ও মংডুতে পাইকারি মাছের বাজার তৈরিসহ বিভিন্ন বিষয় সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

No comments

Powered by Blogger.