স্ট্যান্ডার্ড চার্টার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায়

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও গ্গ্নোবাল হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস পিটার হেইডিঙ্গার দু'দিনের এক আনুষ্ঠানিক সফরে ঢাকায় এসেছেন। সফরকালে তিনি ব্যাংকের বিভিন্ন ক্লায়েন্ট, ইন্ডাস্ট্রি লিডার, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সফরে তার সঙ্গী হিসেবে থাকবেন গ্গ্নোবাল হেড অব ব্যাংকস ও রিজিওনাল হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস রঞ্জন ঘোষ। পিটার ব্যাংকের গ্গ্নোবাল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বিজনেসের দায়িত্বে নিয়োজিত। এ ছাড়া তিনি পাবলিক সেক্টরেরও দেখাশোনা করেন।


তিনি ব্যাংকের বিজনেস লিডারশিপ টিম এবং হোলসেল ব্যাংকিং লিডারশিপ টিমের একজন সদস্য। পিটার ২০১১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগদান করেন। এর আগে তিনি সিটি গ্রুপে এশিয়া প্যাসিফিকের হেড অব ইনভেস্টমেন্ট ফিন্যান্স হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেন।
পিটার উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়ায় বহু ফাইন্যান্সিং, ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও করপোরেট পুনর্গঠনের কাজ করেছেন। যেখানে তিনি সিনিয়র অ্যান্ড হাইব্রিড ডেবট, ইক্যুইটি, কমার্শিয়াল রিয়েল
এস্টেট, ব্যাংকিং, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বীমা খাতে ডেরিভেটিভ সলিউশনস প্রচলনে অবদান রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.