১২ দিন পর বাজারে ইলিশ-সরবরাহ বেশি, দাম তুলনামূলক কম
টানা ১২ দিন রাজধানীর মাছের বাজার ইলিশ শূন্য থাকার পর মঙ্গলবার থেকে পাওয়া যাচ্ছে রুপালি ইলিশ।
এর আগে সোমবার থেকে খুলনা ও চট্টগ্রামের জেলেরা ইলিশ মাছ ধরার অনুমতি পান। গত ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছিল সরকার।এদিকে অনেক দিন পর বাজারে ইলিশ পেয়ে খুশি ক্রেতারা। বিক্রেতারাও ইলিশ বিক্রি করছেন মনের আনন্দে। রাজধানীর কারওয়ান বাজার, কলমিলতা বাজার, মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এই চিত্র।
এর আগে সোমবার থেকে খুলনা ও চট্টগ্রামের জেলেরা ইলিশ মাছ ধরার অনুমতি পান। গত ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছিল সরকার।এদিকে অনেক দিন পর বাজারে ইলিশ পেয়ে খুশি ক্রেতারা। বিক্রেতারাও ইলিশ বিক্রি করছেন মনের আনন্দে। রাজধানীর কারওয়ান বাজার, কলমিলতা বাজার, মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এই চিত্র।
তবে দাম তুলনামূলকভাবে একটু কমই বলে মনে করছেন ক্রেতা-বিক্রেতা উভয়েই। অপরদিকে ১২-১৩ দিন পর বাজারে ইলিশ আসায় যে পরিমাণ বিক্রি হওয়ার কথা, তেমনটি হচ্ছে না বলে জানান মাছ বিক্রেতারা।কারওয়ান বাজারে মাছ ব্যবসায়ী শেখর চন্দ্র জানান, ১২ দিন পর ইলিশ মাছ আজ বাজারে। ধরে নিয়েছিলাম বেশ বিক্রি হবে; কিন্তু তেমনটি হচ্ছে না। তবে অনেক ক্রেতাই আগ্রহ নিয়ে কিনেছেন। তিনি জানান, মাছের দামও একটু কম। আগে যে মাছ তিন হাজার টাকা হালি বিক্রি হতো, আজ একই সাইজের মাছ বিক্রি করতে হচ্ছে আড়াই হাজার টাকায়। একইভাবে দুই হাজার টাকার মাছ বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ টাকায়। কেন দাম কম_এমন প্রশ্নে তিনি জানান, একদিকে একটু চাহিদা কম। অন্যদিকে পর্যাপ্তসংখ্যক মাছ সোমবার রাতে ঢাকায় এসেছে। বাজারে মাছের কোনো ঘাটতি নেই। ফলে দাম তুলনামূলকভাবে কম। মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান গত রবিবার শেষ হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী এ অভিযানের নেতৃত্ব দিয়েছে। এ সময় নৌবাহিনী প্রায় ৭১ কোটি টাকার ইলিশ মাছ ধরার ট্রলার ও সরঞ্জাম আটক করে।
No comments