ইয়েমেনে আবারও সেনা হামলা : নিহত ১৩

নিবার ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর অনুগত বাহিনীর হামলায় ১৭ জন নিহত হওয়ার পর রোববার আবারও গণতন্ত্রকামীদের ওপর হামলা চালিয়েছে সেনাবাহিনী। এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বেসামরিক এবং আটজন বিরোধীপক্ষীয় যোদ্ধা। এছাড়া রোববারের হামলায় অনেক লোক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের বরাত দিয়ে আল জাজিরা এ খবর দিয়েছে।রাজধানী সানায় বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনী স্নাইপার ও রকেট হামলা চালায় বলে খবরে বলা হয়েছে।


ইয়েমেনভিত্তিক সাংবাদিকরা এসব তথ্য জানিয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে। সাংবাদিকদের বরাত দিয়ে বলা হয়েছে, ‘অনেক লোকের মাথায় ও বুকে স্নাইপারের গুলি লেগেছে।’
খবরে বলা হয়েছে, রোববার হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী সানার আল জুবেরি স্ট্রিট অতিক্রম করার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালায় সেনাবাহিনী। এদিকে সালেহর অনুগত বাহিনীর সহিংসতা সত্ত্বেও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের এক মুখপাত্র ওয়ালিদ আল আম্মারি বলেন, ‘সেনা হামলায় কয়েক হাজার লোক নিহত হওয়া সত্ত্বেও আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

No comments

Powered by Blogger.