শেয়ারে বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে ব্যাংকগুলোর
পুঁজিবাজারে ব্যাংকগুলোকে বিনিয়োগে উৎসাহ করতে চলতি সপ্তাহেই বৈঠকে বসবে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। তবে পুঁজিবাজারে অর্থের সংকট নেই, সংকট আস্থার। খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের বাস্তবায়নই আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারে। এবিবির ভাইস চেয়ারম্যান ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নূরুল আমিন এসব কথা বলেন।নূরুল আমিন বলেন, 'পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ আরো বাড়ানো যায় কি না, সে বিষয়ে বিবেচনার জন্য বাংলাদেশ ব্যাংক আমাদের অনুরোধ করেছে।
বাংলাদেশ ব্যাংকের এ অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা নতুনভাবে বাজারে বিনিয়োগ বাড়ানো যায় কি না, সে বিষয়ে আলোচনার জন্য এবিবির সদস্য সব ব্যাংকের প্রধান নির্বাহীদের নিয়ে চলতি সপ্তাহেই বৈঠকে বসব।'
নূরুল আমিন বলেন, 'বর্তমানে ১১টি ব্যাংক তাদের মোট আমানতের ১০ শতাংশের বেশি বিনিয়োগ করে রেখেছে। আইন অনুযায়ী কোনো ব্যাংকই ১০ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারে না। সুতরাং ওই ১১টি ব্যাংক বাজারের পরিস্থিতি বিবেচনায় পুঁজিবাজারে তাদের বিনিয়োগ আপাতত আইনি সীমার মধ্যে নামিয়ে না আনলেও তাদের বাজারে আর বিনিয়োগের সুযোগ নেই। অন্য ব্যাংকগুলোর বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে। এবিবির বৈঠকে আমরা ওই সব ব্যাংককে পুঁজিবাজারে বিনিয়োগ করার বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করব।'
নূরুল আমিন বলেন, 'মানুষের হাতে অনেক টাকা রয়েছে। তবে তারা বাজারে বিনিয়োগ করতে আস্থা পাচ্ছে না বলে আমার মনে হয়। যদি খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন কমিটির তদন্ত প্রতিবেদন সরকার বাস্তবায়ন করে তাহলে প্রত্যেক বিনিয়োগকারীই বাজারে বিনিয়োগের জন্য আস্থা ফিরে পাবে বলে আমি মনে করি।'
নূরুল আমিন বলেন, 'বর্তমানে ১১টি ব্যাংক তাদের মোট আমানতের ১০ শতাংশের বেশি বিনিয়োগ করে রেখেছে। আইন অনুযায়ী কোনো ব্যাংকই ১০ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারে না। সুতরাং ওই ১১টি ব্যাংক বাজারের পরিস্থিতি বিবেচনায় পুঁজিবাজারে তাদের বিনিয়োগ আপাতত আইনি সীমার মধ্যে নামিয়ে না আনলেও তাদের বাজারে আর বিনিয়োগের সুযোগ নেই। অন্য ব্যাংকগুলোর বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে। এবিবির বৈঠকে আমরা ওই সব ব্যাংককে পুঁজিবাজারে বিনিয়োগ করার বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করব।'
নূরুল আমিন বলেন, 'মানুষের হাতে অনেক টাকা রয়েছে। তবে তারা বাজারে বিনিয়োগ করতে আস্থা পাচ্ছে না বলে আমার মনে হয়। যদি খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন কমিটির তদন্ত প্রতিবেদন সরকার বাস্তবায়ন করে তাহলে প্রত্যেক বিনিয়োগকারীই বাজারে বিনিয়োগের জন্য আস্থা ফিরে পাবে বলে আমি মনে করি।'
No comments