আর্সেনালের জয়

রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আর্সেনাল ও ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়ন। ডাচ তারকা ফরোয়ার্ড রবিন ভন পার্সির জোড়া গোলে সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-২ গোলে জয় পায় আর্সেনাল। এতে পয়েন্ট তালিকায় দশ নম্বরে উঠে এসেছে কোচ আর্সেন ওয়েঙ্গারের দলটি। এ পর্যন্ত লিগে আট ম্যাচ খেলে তালিকায় আর্সেনালের পয়েন্ট দশ। সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে খেলার শুরুতেই চমক দেখান পার্সি। প্রথম মিনিটেই গোল করে আর্সেনালকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। তবে ঠিক আধাঘণ্টা পরেই সান্ডারল্যান্ডকে ১-১ সমতায় ফেরান সুইডেনের মিডফিল্ডার সেবাস্তিয়ান লারসন। প্রথমার্ধে আর গোল হয়নি।


দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই গোল পেতে আক্রমণাত্মক হয়ে ওঠে আর্সেনালের ফুটবলাররা। ৮২ মিনিটে সফল হন পার্সি। আরেকটি গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। লিগের অপর খেলায় ব্রোমউইচ ২-০ গোলে হারায় ওলভারহ্যাম্পটনকে। খেলা শুরুর ৮ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন ব্রোমউইচের মিডফিল্ডার ক্রিস ব্রাউন্ট। ৭৫ মিনিটে পিটার ওদেম উইনগি দলকে ২-০ গোলে এগিয়ে নেন। ব্রোমউইচ জয় পেলেও ড্র হয়েছে নিউক্যাসল ইউনাইটেড-টটেনহ্যামের মধ্যকার ম্যাচটি। এ উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে খেলার ৪০ মিনিটে রাফায়েল ভন দার ভার্টের পেনাল্টি শটে গোল পায় টটেনহ্যাম। তবে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪৮ মিনিটেই দেম্বা বা’র গোলে ১-১-এ সমতায় ফেরে নিউক্যাসল। পরে দু’দলই এগিয়ে যেতে আক্রমণাত্মক ফুটবল খেলে। ৬৮ মিনিটে জার্মিন ডেফয়ের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় টটেনহ্যাম। তবে এ ব্যবধান ১৮ মিনিটের বেশি স্থায়ী হয়নি। খেলার ৮৬ মিনিটে সোলা এমেওবি নিউক্যাসলকে ২-২ সমতায় ফেরান। এদিকে স্প্যানিশ লিগে এস্পানিয়ল ১-০ গোলে রায়ো ভালেক্যানোকে, রিয়াল জারাগোজা ২-০ গোলে রিয়াল সোসিয়েদাদকে, লেভান্তে ৩-০ গোলে মালাগাকে এবং সেভিলা ২-১ গোলে স্পোর্টিং গিজনকে হারিয়েছে।

No comments

Powered by Blogger.