বিজ্ঞাপনদাতার নামে সংবাদ শিরোনাম কেন অবৈধ নয়
বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপনদাতার নামে সংবাদ শিরোনাম প্রকাশ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না_তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তথ্য, আইন ও স্বরাষ্ট্রসচিব, বিটিভির মহাপরিচালক এবং বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি, বাংলাভিশন, চ্যানেল আই ও বৈশাখী টিভি কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও মো. নুরুজ্জামানের বেঞ্চ গতকাল সোমবার এ রুল জারি করেন। জনস্বার্থে গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলের সাবেক শিক্ষক এম এ মতিনের দাখিল করা এক রিট আবেদনে হাইকোর্ট এ রুল জারি করেছেন।
রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ ও ব্যারিস্টার আহমেদ সোহেল।ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ আদালতে বলেন, সরকারি প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রতিদিন যেসব সংবাদ প্রচার করে, তার মধ্যে গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম প্রথমেই প্রচার করে থাকে। আর এসব শিরোনামের টাইটেল বিজ্ঞাপনদাতার নামে করা হয়। বিজ্ঞাপনদাতার নামে সংবাদ শিরোনাম হওয়ায় কোনো কোনো সময় গুরুত্বপূর্ণ সংবাদ থেকে জনগণের বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যায়। তিনি বলেন, যে কম্পানির নামে সংবাদ শিরোনাম প্রচারিত হয়, সেই কম্পানি কোনো অপরাধ করলে বা ওই কম্পানিতে কোনো দুর্ঘটনা ঘটলে তা সংশ্লিষ্ট মিডিয়ায় প্রচারিত না হওয়ার আশঙ্কা রয়েছে। আর এটা হলে জনগণ ওই মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ সংবাদ বা তথ্য জানা থেকে বঞ্চিত হবে। কিন্তু সংবিধান অনুযায়ী সব তথ্য জানার অধিকার জনগণের রয়েছে। আর এ জন্য একটি নীতিমালা থাকা প্রয়োজন।
No comments