জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ভারত
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন ভারতীয় ফাস্টবোলার বিনয় কুমার। ৯ ওভার বল করে ৩০ রান খরচায় তুলেছেন ৪ উইকেট। তার গতির তোপে পড়ে ইংলিশ টপঅর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। ওপেনার অ্যালিস্টার কুক ও ক্রেইগ কিসওয়েটার তো রানের খাতা খুলতেই পারেননি। জোনাথন ট্রট বিনয় কুমারের বলে আউট হওয়ার আগে ৭টি চারে ৩৪ রান সংগ্রহ করেন। মিডল অর্ডার ব্যাটসম্যানরা লড়াই করার মতো ২৪৭ রানের পুঁজি এনে দিলেও ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি পূর্ণ করতে পারেননি।
হাফসেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া কেভিন পিটারসেন ও সামিট প্যাটেল ভারতীয় তরুণ পেসার উমেশ যাদবের গতির কাছে ব্যর্থ হন। পিটারসেন ৩টি চার ও দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৪৬ রান সংগ্রহ করে যাদবের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট হন। যাদবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন প্যাটেল। তিনি ২টি চার ও দুটি ছক্কায় ৪২ রান করেন। পরে রবি বোপারা ৩৬ ও বেয়ারস্ট্রো ৩৫ রান করে আউট হন। ২৪৭ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানে দুই উইকেট হারিয়ে ভারত বিপর্যয়ে পড়লেও গৌতম গম্ভীর ও বিরাট কোহলির দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালো জবাব দিচ্ছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্বাগতিক ভারতের সংগ্রহ ১৯৭ রান। ব্যাট করছিলেন কোহলি (৮৫*) ও গম্ভীর (৭৩*)।
No comments