আল ওয়াসল চেয়ারম্যানের সঙ্গে বিরোধ নেই ম্যারাডোনার

রব আমিরাতের ফুটবল ক্লাব আল ওয়াসলের সঙ্গে বিরোধ চলছে—এমন খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। বললেন, ‘এখানে কেনো সমস্যাই নেই। ক্লাব চেয়ারম্যানের সঙ্গে আমার চমত্কার সম্পর্ক। যা শোনা যাচ্ছে সবই গুজব।’দুনিয়াজুড়ে লাখ লাখ ম্যারাডোনাভক্তও চান তাদের প্রিয় তারকা সম্পর্কে অপ্রিয় সব খবরই স্রেফ গুজব হোক। কারণ, প্রিয় তারকার অখ্যাতির খবরে তারা মুষড়ে পড়ে। কিন্তু ম্যারাডোনাও এমন একজন, তিনি কখন কোন খবরের শিরোনাম হয়ে ওঠেন, আগেভাগে বলা মুশকিল। আল ওয়াসল কর্তৃপক্ষের কোনো বক্তব্য অবশ্য পাওয়া যায়নি।


তবে খবর এসেছে, ক্লাবের চেয়ারম্যান মারওয়ান বিন বায়াত ম্যারাডোনার ওপর ক্ষুব্ধ হয়েছেন শুক্রবার তার একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে। শুক্রবার ম্যারাডোনা ক্লাবটির খেলোয়াড় কেনার সামর্থ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং খেলোয়াড়দের মধ্যে পেশাদারিত্বের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন। তার এসব বক্তব্যে ক্ষুব্ধ হন বায়াত। তবে ম্যারাডোনা বলছেন, বায়াতের সঙ্গে তার কোনো টানাপোড়েন তৈরি হয়নি। প্রো-লিগে শারজাহকে ৩-০ গোলে হারানোর ম্যাচ শেষে ম্যারাডোনা জানালেন, এ ঘটনার পেছনে কোনো ইস্যু নেই। তাদের মধ্যে কোনো বিরোধ চলছে না। ম্যারাডোনা অবশ্য প্রকাশ্যে ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করেন। তিনি ক্লাবটির খেলোয়াড় কেনার সামর্থ্যের ওপর কটাক্ষ করেন। উরুগুয়ের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড রিচার্ড পোর্তাকে কিনতে দেরি হওয়ায় ওয়াসলের সমালোচনা করে বলেন, ‘পোর্তাকে নিয়ে বেশ সমস্যা চলছে। আমি অবাক হচ্ছি। কারণ, তাকে কিনতে খুব বেশি টাকা লাগবে না। তবু ক্লাব সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে।’ এছাড়া ক্লাব খেলোয়াড়দের পেশাদারিত্বের অভাবের সমালোচনাও করেন সাবেক আর্জেন্টিনা তারকা। তিনি বলেন, ‘আমি বেশ কিছু ব্যাপারে খেলোয়াড়দের ওপর বিরক্ত। তাদের মধ্যে পেশাদারিত্বের কিছু অভাব রয়েছে। নিয়মিত অনুশীলন তারা করে না।’

No comments

Powered by Blogger.